Fixed Deposit Interest Rate: বড় সুখবর! FD-তে ৭.৯% পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক !
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে নতুন হারগুলি ৩ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে৷
অস্বীকার করার উপায় নেই যে নিরাপদ বিনিয়োগের সেরা মাধ্যম হল ফিক্সড ডিপোজিট, সংক্ষেপে FD। যাঁরা নিজেদের কষ্টার্জিত অর্থ নিয়ে কোনও রকম ঝুঁকির মধ্যে যেতে চান না, তাঁদের জন্য রয়েছে সুখবর। কেন না, HDFC ব্যাঙ্ক ডোমেস্টিক NRO, NRE গ্রাহকদের জন্য ২ কোটি থেকে ৫ কোটি টাকার বেশি পরিমাণের জন্য বাল্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে৷ HDFC ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে নতুন হারগুলি ৩ ফেব্রুয়ারি, ২০২৪ থেকে কার্যকর হবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
৯০ দিন থেকে ৬ মাসের মধ্যে বকেয়া ডিপোজিট ৬.৫০% উপার্জন করে, যখন ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের মধ্যে ডিপোজিট ৬.৬৫% উপার্জন করে। ব্যাঙ্ক ৯ মাস, ১ দিন বা ১ বছরের মধ্যে স্থায়ী আমানতের উপর ৬.৭৫% সুদ দেবে, যেখানে HDFC ব্যাঙ্ক ১ বছর থেকে ১৫ মাসের মধ্যে ম্যাচিওর আমানতের উপর ৭.৪০% সুদ দেবে৷ HDFC ব্যাঙ্ক ১৫ মাস থেকে দুই বছরের মধ্যে বকেয়া আমানতের উপর ৭.০৫% সুদের হার এবং দুই বছরে, একদিন থেকে ১০ বছরের মধ্যে পূর্ণাঙ্গ আমানতের উপর ৭.০০% সুদের হার দেবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









