HDFC Bank Customers Alert: চলতি সপ্তাহে ‘এই’ ২ দিন বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
HDFC Bank Customers Alert: এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য জরুরি খবর। ২২ ও ২৩ আগস্ট ব্যাঙ্কের কিছু পরিষেবা যেমন চ্যাট ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং ও ইমেল পরিষেবা বন্ধ থাকবে। তবে অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।
advertisement
advertisement
advertisement
advertisement
এইচডিএফসি নেট ব্যাঙ্কিং (HDFC Net Banking)
এইচডিএফসি নেট ব্যাঙ্কিং হল একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা এইচডিএফসি ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য প্রদান করে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন, বিভিন্ন ধরনের লেনদেনও করতে পারেন এবং আরও অনেক ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারেন।
এইচডিএফসি নেট ব্যাঙ্কিং হল একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা এইচডিএফসি ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য প্রদান করে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন, বিভিন্ন ধরনের লেনদেনও করতে পারেন এবং আরও অনেক ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারেন।
advertisement
advertisement
১. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.hdfcbank.com উপরে থাকা “Login” বোতামে ক্লিক করুন
৷ এরপর “NetBanking” সিলেক্ট করতে হবে ৷
২. অনলাইনে রেজিস্টার করুন
নতুন ইউজার হলে “Register Now” বা “First Time User” অপশনটিতে ক্লিক করুন
এরপর আপনাকে Customer ID (ওয়েলকাম কিট বা ব্যাঙ্ক স্টেটমেন্টে পাওয়া যায়) বা Account Number দিতে হবে
রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন (যেমন: ATM/ডেবিট কার্ড ডিটেলস বা PAN)
advertisement
৩. পরিচয় যাচাই (Verify Identity)
আপনার মোবাইলে বা ইমেলে একটি OTP পাঠানো হবে
সেই OTP-র মাধ্যমে ভেরিফিকেশন হবে
৪. লগইন পাসওয়ার্ড সেট করুন
একটি IPIN (Internet Banking Password) তৈরি করুন
সব তথ্য নিশ্চিত করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন
৫. লগইন করুন
এরপর থেকে Customer ID ও IPIN ব্যবহার করে আপনি HDFC NetBanking-এ লগইন করতে পারবেন