আপনি কি SBI অ্যাকাউন্ট হোল্ডার? বড় খবর! ৬ অগাস্ট কাউকে টাকা পাঠাতে পারবেন না কোন সময়ে? না জানলে ফাঁসবেন 

Last Updated:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করা হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে নির্ধারিত সময়ের জন্য SBI-র মূল UPI পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। কী করবেন তখন জেনে নিন।
1/9
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা। নির্ধারিত সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে SBI-র UPI পরিষেবা। নিয়মিত রক্ষণাবেক্ষণের (maintenance) কাজের জন্য এই ব্যবস্থা নিচ্ছে ব্যাংক।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র গ্রাহকদের জন্য একটি জরুরি সতর্কবার্তা। নির্ধারিত সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে SBI-র UPI পরিষেবা। নিয়মিত রক্ষণাবেক্ষণের (maintenance) কাজের জন্য এই ব্যবস্থা নিচ্ছে ব্যাঙ্ক।
advertisement
2/9
SBI-র অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় খবর... এই সময়ে টাকা পাঠাতে পারবেন না! তাহলে কী করে করবেন লেনদেন? 
SBI-র অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় খবর... এই সময়ে টাকা পাঠাতে পারবেন না! তাহলে কী করে করবেন লেনদেন? না জানলে ফেঁসে যাবেন।  
advertisement
3/9
SBI জানিয়েছে, ৬ আগস্ট রাত ১টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত UPI পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ, এই ২০ মিনিট কোনওরকম লেনদেন করা যাবে না। ব্যাঙ্কের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে—
SBI জানিয়েছে, ৬ আগস্ট কিছু ক্ষণের জন্য UPI পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ, এই সময়ে কোনওরকম লেনদেন করা যাবে না। 
advertisement
4/9
যদি আপনি আগে থেকেই আপনার UPI Lite-এ টাকা লোড করে রাখেন, তাহলে এই সময়ে কোনও অসুবিধা হবে না। তবে যদি মূল UPI ব্যবহার করে টাকা পাঠাতে যান, তা হলে সেই লেনদেন ব্যর্থ (transaction failed) হতে পারে।
যদি আপনি আগে থেকেই আপনার UPI Lite-এ টাকা লোড করে রাখেন, তাহলে এই সময়ে কোনও অসুবিধা হবে না। তবে যদি মূল UPI ব্যবহার করে টাকা পাঠাতে যান, তা হলে সেই লেনদেন ব্যর্থ (transaction failed) হতে পারে।
advertisement
5/9
এটা রাত ১টার সময় হওয়ায় অধিকাংশের ওপর এই সাময়িক বন্ধের তেমন প্রভাব পড়বে না। তবে কেউ কেউ হয়তো সেই সময়ও ডিজিটাল লেনদেন করেন, তাঁদের জন্যই বিকল্প হিসেবে রাখা হচ্ছে UPI Lite।
এটা রাত ১টার সময় হওয়ায় অধিকাংশের ওপর এই সাময়িক বন্ধের তেমন প্রভাব পড়বে না। তবে কেউ কেউ হয়তো সেই সময়ও ডিজিটাল লেনদেন করেন, তাঁদের জন্যই বিকল্প হিসেবে রাখা হচ্ছে UPI Lite।
advertisement
6/9
কী এই UPI Lite?এটি মূলত ছোট পরিমাণ লেনদেনের জন্য তৈরি একটি ডিজিটাল ওয়ালেট, যা মোবাইলেই থাকে।

UPI PIN ছাড়াই লেনদেন সম্ভব।

দুর্বল নেটওয়ার্কেও কাজ করে।

ছোট ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং দৈনন্দিন ছোট লেনদেনের জন্য এটি খুবই উপযোগী।
কী এই UPI Lite? এটি মূলত ছোট পরিমাণ লেনদেনের জন্য তৈরি একটি ডিজিটাল ওয়ালেট, যা মোবাইলেই থাকে। UPI PIN ছাড়াই লেনদেন সম্ভব। দুর্বল নেটওয়ার্কেও কাজ করে। ছোট ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং দৈনন্দিন ছোট লেনদেনের জন্য এটি খুবই উপযোগী।
advertisement
7/9
কীভাবে চালু করবেন UPI Lite?Google Pay, PhonePe বা Paytm অ্যাপ খুলুন

হোম স্ক্রিনে ‘UPI Lite’ অপশনটি খুঁজে পান

সেখানে ক্লিক করে, টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে অ্যাক্সেপ্ট করুন

আপনি কত টাকা অ্যাড করতে চান তা লিখুন

SBI অ্যাকাউন্ট সিলেক্ট করুন ও আপনার UPI PIN দিন

ব্যাস, অ্যাক্টিভেট হয়ে যাবে UPI Lite!
কীভাবে চালু করবেন UPI Lite? Google Pay, PhonePe বা Paytm অ্যাপ খুলুন হোম স্ক্রিনে ‘UPI Lite’ অপশনটি খুঁজে পান।  সেখানে ক্লিক করে, টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে অ্যাক্সেপ্ট করুন আপনি কত টাকা অ্যাড করতে চান তা লিখুন SBI অ্যাকাউন্ট সিলেক্ট করুন ও আপনার UPI PIN দিন ব্যাস, অ্যাক্টিভেট হয়ে যাবে UPI Lite! 
advertisement
8/9
তবে মনে রাখতে হবে, UPI Lite-এর মাধ্যমে একবারে সর্বাধিক ১,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যায় এবং এক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা সম্ভব।
তবে মনে রাখতে হবে, UPI Lite-এর মাধ্যমে একবারে সর্বাধিক ১,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যায় এবং এক্ষেত্রে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা সম্ভব।
advertisement
9/9
যদিও SBI-এর মূল UPI পরিষেবা ৬ আগস্ট রাত ১টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে, তবুও আগেভাগে প্রস্তুতি নিলে UPI Lite-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব। তাই ঝামেলা এড়াতে এখনই আপনার ফোনে সক্রিয় করে ফেলুন UPI Lite পরিষেবা।
যদিও SBI-এর মূল UPI পরিষেবা ৬ আগস্ট রাত ১টা থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে, তবুও আগেভাগে প্রস্তুতি নিলে UPI Lite-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন নির্বিঘ্নে চালিয়ে যাওয়া সম্ভব। তাই ঝামেলা এড়াতে এখনই আপনার ফোনে সক্রিয় করে ফেলুন UPI Lite পরিষেবা।  SBI-এর এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “পরিকল্পিত রক্ষণাবেক্ষণের জন্য ০৬.০৮.২০২৫ তারিখে রাত ০১:০০টা থেকে ০১:২০টা পর্যন্ত SBI UPI পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।”
advertisement
advertisement
advertisement