GST Council Meet 2021 : দুর্দান্ত সিদ্ধান্ত! ১৬ কোটির ইঞ্জেকশন জিএসটি মুক্ত...

Last Updated:
GST Council Meet 2021 : জিএসটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।
1/10
লখনউতে অনুষ্ঠিত হয় জিএসটি কাউন্সিলের(GST Council Meet 2021) ৪৫তম বৈঠক। বৈঠকে পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় আনার বিষয়ে আলোচনা হলেও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা ওষুধে ছাড় জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হল বৈঠক শেষে। জিএসটি ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু জীবনদায়ী ওষুদের।
লখনউতে অনুষ্ঠিত হয় জিএসটি কাউন্সিলের(GST Council Meet 2021) ৪৫তম বৈঠক। বৈঠকে পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় আনার বিষয়ে আলোচনা হলেও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত করোনা ওষুধে ছাড় জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হল বৈঠক শেষে। জিএসটি ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু জীবনদায়ী ওষুদের।
advertisement
2/10
শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকের (GST Council Meet 2021) পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বৈঠকে বিশ্বের সবচেয়ে দামি ওষুধ জোলজেনজেলমাকে জিএসএটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠকের (GST Council Meet 2021) পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বৈঠকে বিশ্বের সবচেয়ে দামি ওষুধ জোলজেনজেলমাকে জিএসএটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
3/10
এর বাইরে আরেকটি ব্যয়বহুল আমদানি করা ওষুধ ভিলটেপসোকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, মহামূল্যবান এই আমদানিকৃত ওষুধের এক ডোজের দাম প্রায় ১৬ কোটি টাকা। এদেরকে বিশ্বের সবচেয়ে দামি ওষুধের মধ্যে গণনা করা হয়।
এর বাইরে আরেকটি ব্যয়বহুল আমদানি করা ওষুধ ভিলটেপসোকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, মহামূল্যবান এই আমদানিকৃত ওষুধের এক ডোজের দাম প্রায় ১৬ কোটি টাকা। এদেরকে বিশ্বের সবচেয়ে দামি ওষুধের মধ্যে গণনা করা হয়।
advertisement
4/10
অনেক জীবনদায়ী ওষুধেও জিএসটি (GST) ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ শুক্রবার বলেন কিছু জীবন রক্ষাকারী ওষুধ যা খুব ব্যয়বহুল, যা শিশুদের জন্য বেশি ব্যবহৃত হয় সেগুলিকে এই আওতা থেকে বাইরে রাখা হবে। এগুলি করোনার সঙ্গে সম্পর্কিত নয়। এমনি বেশ কিছু অত্যন্ত প্রয়োজনীয় ও মহার্ঘ্য ওষুধকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এর উপর GST প্রযোজ্য হবে না।
অনেক জীবনদায়ী ওষুধেও জিএসটি (GST) ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ শুক্রবার বলেন কিছু জীবন রক্ষাকারী ওষুধ যা খুব ব্যয়বহুল, যা শিশুদের জন্য বেশি ব্যবহৃত হয় সেগুলিকে এই আওতা থেকে বাইরে রাখা হবে। এগুলি করোনার সঙ্গে সম্পর্কিত নয়। এমনি বেশ কিছু অত্যন্ত প্রয়োজনীয় ও মহার্ঘ্য ওষুধকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এর উপর GST প্রযোজ্য হবে না।
advertisement
5/10
করোনার সঙ্গে সম্পর্কিত নয়। এমনি বেশ কিছু অত্যন্ত প্রয়োজনীয় ও মহার্ঘ্য ওষুধকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এর উপর GST প্রযোজ্য হবে না।
করোনার সঙ্গে সম্পর্কিত নয়। এমনি বেশ কিছু অত্যন্ত প্রয়োজনীয় ও মহার্ঘ্য ওষুধকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এর উপর GST প্রযোজ্য হবে না।
advertisement
6/10
এরকম দুটি গুরুত্বপূর্ণ ওষুধ হল জোলজেনসমা এবং ভিলটেপসো। করোনার ওষুধের উপর ছাড়ের পাশাপাশি কর কমানো হয়েছে ক্যানসারের ওষুধএর উপর থেকে। আগে ক্যানসারের চিকিত্সায় প্রয়োগ করা ওষুধের ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হত। সেই করের হার ১২ থেকে কমিয়ে সর্বনিম্ন ৫ শতাংশ করা হয়েছে।
এরকম দুটি গুরুত্বপূর্ণ ওষুধ হল জোলজেনসমা এবং ভিলটেপসো। করোনার ওষুধের উপর ছাড়ের পাশাপাশি কর কমানো হয়েছে ক্যানসারের ওষুধএর উপর থেকে। আগে ক্যানসারের চিকিত্সায় প্রয়োগ করা ওষুধের ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হত। সেই করের হার ১২ থেকে কমিয়ে সর্বনিম্ন ৫ শতাংশ করা হয়েছে।
advertisement
7/10
লখনউয়ে ৪৫তম জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমর নির্মলা জানিয়েছেন, করোনার সঙ্গে সম্পর্ক না থাকলেও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দামি ওষুধে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। ‘Zolgensma’ ও ‘Viltepso’ এমনই দু’টি ওষুধ।
লখনউয়ে ৪৫তম জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমর নির্মলা জানিয়েছেন, করোনার সঙ্গে সম্পর্ক না থাকলেও বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দামি ওষুধে জিএসটি ছাড় দেওয়া হয়েছে। ‘Zolgensma’ ও ‘Viltepso’ এমনই দু’টি ওষুধ।
advertisement
8/10
শুক্রবার সকাল ১১টা থেকে লখনউয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। সেখানেই অধিকাংশ রাজ্য জ্বালানি তেলকে জিএসটি আওতায় আনার বিরোধিতা করে।
শুক্রবার সকাল ১১টা থেকে লখনউয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। সেখানেই অধিকাংশ রাজ্য জ্বালানি তেলকে জিএসটি আওতায় আনার বিরোধিতা করে।
advertisement
9/10
একইসঙ্গে, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত করোনার ওষুধে কর ছাড়ের কথাও জানান তিনি। একই সঙ্গে সুইগি ও জোম্যাটোর উপর কোনও কর চাপানো হচ্ছে না।
একইসঙ্গে, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত করোনার ওষুধে কর ছাড়ের কথাও জানান তিনি। একই সঙ্গে সুইগি ও জোম্যাটোর উপর কোনও কর চাপানো হচ্ছে না।
advertisement
10/10
এর আগে কেরল হাই কোর্ট একটি নির্দেশে পেট্রল, ডিজেলকে জিএসটির অন্তর্গত করার কথা বলেছিল। সেই নির্দেশিকার জেরে এই বিষয়ে আলোচনা হয় বৈঠকে। তবে অনেক রাজ্যই জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনতে দিতে চায়নি। এর ফলে সার্বিক ভাবে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে এখনই জিএসটি-র আওতায় আসবে না পেট্রল, ডিজেল।
এর আগে কেরল হাই কোর্ট একটি নির্দেশে পেট্রল, ডিজেলকে জিএসটির অন্তর্গত করার কথা বলেছিল। সেই নির্দেশিকার জেরে এই বিষয়ে আলোচনা হয় বৈঠকে। তবে অনেক রাজ্যই জ্বালানি তেলকে জিএসটির আওতায় আনতে দিতে চায়নি। এর ফলে সার্বিক ভাবে জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে এখনই জিএসটি-র আওতায় আসবে না পেট্রল, ডিজেল।
advertisement
advertisement
advertisement