New Gratuity Rules: আর ৫ বছর নয়, ১ বছর কাজ করলেই মিলবে গ্র্যাচুইটি! নতুন শ্রম আইনে বদলে গেল সব নিয়ম

Last Updated:
১৯৭২ সালের পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইনের সেকশন ৪ অনুযায়ী, নিয়ম ছিল কোনও কর্মী যদি কোনও একটি সংস্থায় ৫ বছর একটানা কাজ করেন, তবে তিনি গ্র্যাচুইটির যোগ্য বলে বিবেচিত হবেন এবং সার্ভিস শেষে একটি নির্দিষ্ট থোক টাকা পাবেন৷
1/8
শ্রমিক স্বার্থের কথা ভেবে শ্রম আইনে বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি বহু বছর পুরনো ২৯টি আইন বাতিল করে চারটি নতুন শ্রম বিধি প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার৷ চারটি হল মজুরি কোড (২০১৯), ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড (২০২০) এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড (২০২০)৷  ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন কোড৷
শ্রমিক স্বার্থের কথা ভেবে শ্রম আইনে বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি বহু বছর পুরনো ২৯টি আইন বাতিল করে চারটি নতুন শ্রম বিধি প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার৷ চারটি হল মজুরি কোড (২০১৯), ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড (২০২০) এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড (২০২০)৷ ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন কোড৷
advertisement
2/8
১৯৭২ সালের পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইনের সেকশন ৪ অনুযায়ী, নিয়ম ছিল কোনও কর্মী যদি কোনও একটি সংস্থায় ৫ বছর একটানা কাজ করেন, তবে তিনি গ্র্যাচুইটির যোগ্য বলে বিবেচিত হবেন এবং সার্ভিস শেষে একটি নির্দিষ্ট থোক টাকা পাবেন৷
১৯৭২ সালের পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইনের সেকশন ৪ অনুযায়ী, নিয়ম ছিল কোনও কর্মী যদি কোনও একটি সংস্থায় ৫ বছর একটানা কাজ করেন, তবে তিনি গ্র্যাচুইটির যোগ্য বলে বিবেচিত হবেন এবং সার্ভিস শেষে একটি নির্দিষ্ট থোক টাকা পাবেন৷
advertisement
3/8
নতুন শ্রম বিধির ক্ষেত্রে বদলে দেওয়া হয়েছে এই পুরনো নিয়ম৷ এই নিয়ম অনুযায়ী, কোনও কর্মী কোনও সংস্থা সর্বনিম্ন ১ বছর কাজ করলেই তিনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবে৷
নতুন শ্রম বিধির ক্ষেত্রে বদলে দেওয়া হয়েছে এই পুরনো নিয়ম৷ এই নিয়ম অনুযায়ী, কোনও কর্মী কোনও সংস্থা সর্বনিম্ন ১ বছর কাজ করলেই তিনি গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবে৷
advertisement
4/8
এই নিয়মের জেরে ফিক্সড-টার্ম এমপ্লয়িদের (স্থায়ী কর্মীদের) ক্ষেত্রে খুবই সুবিধা হবে৷ কারণ, এখন অনেকেই খুবই দ্রুত চাকরি পরিবর্তন করে৷ তাঁদের ক্ষেত্রে কোনও সংস্থায় ১ বছর স্থায়ী কর্মী হিসাবে কাজ সম্পূর্ণ করলেই তিনি সেই সংস্থা থেকে নির্দিষ্ট মাত্রায় গ্র্যাচুইটি পাওয়ার দাবিদার হবেন৷
এই নিয়মের জেরে ফিক্সড-টার্ম এমপ্লয়িদের (স্থায়ী কর্মীদের) ক্ষেত্রে খুবই সুবিধা হবে৷ কারণ, এখন অনেকেই খুবই দ্রুত চাকরি পরিবর্তন করে৷ তাঁদের ক্ষেত্রে কোনও সংস্থায় ১ বছর স্থায়ী কর্মী হিসাবে কাজ সম্পূর্ণ করলেই তিনি সেই সংস্থা থেকে নির্দিষ্ট মাত্রায় গ্র্যাচুইটি পাওয়ার দাবিদার হবেন৷
advertisement
5/8
গ্র্যাচুইটি হচ্ছে এককালীন একটি টাকা যা কর্মীর সার্ভিসের কৃতজ্ঞতা স্বরূপ তাঁকে দেওয়া হয় যখন তিনি চাকরি ছাড়েন বা অবসর নেন অথবা তাঁর চুক্তি শেষ হয়৷
গ্র্যাচুইটি হচ্ছে এককালীন একটি টাকা যা কর্মীর সার্ভিসের কৃতজ্ঞতা স্বরূপ তাঁকে দেওয়া হয় যখন তিনি চাকরি ছাড়েন বা অবসর নেন অথবা তাঁর চুক্তি শেষ হয়৷
advertisement
6/8
নতুন শ্রম বিধিতে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক শ্রমিকদের লিঙ্গ নির্বিশেষে সম বেতন, স্বাস্থ্য গত সুবিধা,  স্থায়ী ও অস্থায়ী কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছে৷
নতুন শ্রম বিধিতে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক শ্রমিকদের লিঙ্গ নির্বিশেষে সম বেতন, স্বাস্থ্য গত সুবিধা, স্থায়ী ও অস্থায়ী কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছে৷
advertisement
7/8
এছাড়া, মহিলা কর্মীদের ক্ষেত্রেও সুবিধা আনা হয়েছে৷ জানানো হয়েছে, মহিলারা সর্বক্ষেত্রেই নাইট শিফট করতে পারবে, কিন্তু, তাতে অবশ্যই তাঁদের সম্মতি থাকতে হবে৷ মজুরি বা বেতনের ক্ষেত্রেও মহিলাদের বঞ্চিত করা যাবে না৷
এছাড়া, মহিলা কর্মীদের ক্ষেত্রেও সুবিধা আনা হয়েছে৷ জানানো হয়েছে, মহিলারা সর্বক্ষেত্রেই নাইট শিফট করতে পারবে, কিন্তু, তাতে অবশ্যই তাঁদের সম্মতি থাকতে হবে৷ মজুরি বা বেতনের ক্ষেত্রেও মহিলাদের বঞ্চিত করা যাবে না৷
advertisement
8/8
শুক্রবার নোটিফিকেশন জারি করে কেন্দ্র সরকার এই চার শ্রম বিধিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে। বহু প্রতীক্ষিত এই শ্রম সংস্কার কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, এবং শ্রমিকদের জীবন-সহজীকরণে সহায়ক বিধি তৈরি করবে বলে সরকার জানিয়েছে।
শুক্রবার নোটিফিকেশন জারি করে কেন্দ্র সরকার এই চার শ্রম বিধিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে। বহু প্রতীক্ষিত এই শ্রম সংস্কার কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা, সার্বজনীন সামাজিক সুরক্ষা, এবং শ্রমিকদের জীবন-সহজীকরণে সহায়ক বিধি তৈরি করবে বলে সরকার জানিয়েছে।
advertisement
advertisement
advertisement