New Gratuity Rules: আর ৫ বছর নয়, ১ বছর কাজ করলেই মিলবে গ্র্যাচুইটি! নতুন শ্রম আইনে বদলে গেল সব নিয়ম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
১৯৭২ সালের পেমেন্ট অফ গ্র্যাচুইটি আইনের সেকশন ৪ অনুযায়ী, নিয়ম ছিল কোনও কর্মী যদি কোনও একটি সংস্থায় ৫ বছর একটানা কাজ করেন, তবে তিনি গ্র্যাচুইটির যোগ্য বলে বিবেচিত হবেন এবং সার্ভিস শেষে একটি নির্দিষ্ট থোক টাকা পাবেন৷
শ্রমিক স্বার্থের কথা ভেবে শ্রম আইনে বিরাট পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার৷ সম্প্রতি বহু বছর পুরনো ২৯টি আইন বাতিল করে চারটি নতুন শ্রম বিধি প্রণয়ন করেছে কেন্দ্রীয় সরকার৷ চারটি হল মজুরি কোড (২০১৯), ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড (২০২০) এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড (২০২০)৷ ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এই নতুন কোড৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
