মোদি সরকার বাজারে নিয়ে আসতে চলেছে নতুন নোট ! ফের নোট বাতিলের সম্ভাবনা?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন নতুন নোটে কী কী থাকবে ?
advertisement
১. এক টাকার নতুন নোটে ভারত সরকার লেখা থাকবে ৷ 'Government of India' ঠিক উপরে এটা লেখা থাকবে ৷ ২. নতুন নোটে অর্থ সচিব অতনু চক্রবর্তীর স্বাক্ষর থাকবে ৷ স্বাক্ষর হিন্দি ও ইংরেজি দুটি ভাষায় থাকবে ৷ ৩. এই নোটে ২০২০ সিরিজের এক টাকার কয়েনের রেপ্লিকা ছাপা থাকবে যা উপর সত্যমেব জয়তে লেখা থাকবে ৷ পাশাপাশি নম্বরিং প্যানেলে ‘L’ লেখা থাকবে ৷
advertisement
৪. নোটের ডান দিকে কালো লাইনে নম্বরিং প্যানেল থাকবে ৷ ৫. এই নোটে প্রথম তিন আল্ফানিউমেরিক ক্যারেক্টর এক সাইজে লেখা থাকবে ৷ ৬. নোটে পিছন দিকে ভারত সরকার ও 'Government of India' শব্দে লেখা থাকবে ৷ ২০২০ লেখা থাকবে ও টাকার সিম্বল থাকবে ৷ ৭. নোটে টাকার সিম্বলের সঙ্গে সবজির ডিজাইন থাকবে ৷ পাশাপাশি সাগর সম্রাটের ছবি থাকবে ৷
advertisement