মোদি সরকার বাজারে নিয়ে আসতে চলেছে নতুন নোট ! ফের নোট বাতিলের সম্ভাবনা?

Last Updated:
দেখে নিন নতুন নোটে কী কী থাকবে ?
1/4
শীঘ্রই বাজারে নতুন নোট নিয়ে আসতে চলেছে মোদি সরকার ৷ জানা গিয়েছে, বাজারে নতুন ১ টাকার নোট আনার পরিকল্পনা রয়েছে ৷ তবে এবার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না বরং অর্থ মন্ত্রালয় করবে ৷ সরকার একটি গ্যাজেট নোটিফিকেশনে ১ টাকার নতুন নোট জারি করার বিষয়ে জানিয়েছে ৷ দেখে নিন নতুন নোটে কী কী থাকবে ?
শীঘ্রই বাজারে নতুন নোট নিয়ে আসতে চলেছে মোদি সরকার ৷ জানা গিয়েছে, বাজারে নতুন ১ টাকার নোট আনার পরিকল্পনা রয়েছে ৷ তবে এবার নোট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া না বরং অর্থ মন্ত্রালয় করবে ৷ সরকার একটি গ্যাজেট নোটিফিকেশনে ১ টাকার নতুন নোট জারি করার বিষয়ে জানিয়েছে ৷ দেখে নিন নতুন নোটে কী কী থাকবে ?
advertisement
2/4
১. এক টাকার নতুন নোটে ভারত সরকার লেখা থাকবে ৷  'Government of India' ঠিক উপরে এটা লেখা থাকবে ৷  ২. নতুন নোটে অর্থ সচিব অতনু চক্রবর্তীর স্বাক্ষর থাকবে ৷ স্বাক্ষর হিন্দি ও ইংরেজি দুটি ভাষায় থাকবে ৷ ৩. এই নোটে ২০২০ সিরিজের এক টাকার কয়েনের রেপ্লিকা ছাপা থাকবে যা উপর সত্যমেব জয়তে লেখা থাকবে ৷ পাশাপাশি নম্বরিং প্যানেলে ‘L’ লেখা থাকবে ৷
১. এক টাকার নতুন নোটে ভারত সরকার লেখা থাকবে ৷ 'Government of India' ঠিক উপরে এটা লেখা থাকবে ৷ ২. নতুন নোটে অর্থ সচিব অতনু চক্রবর্তীর স্বাক্ষর থাকবে ৷ স্বাক্ষর হিন্দি ও ইংরেজি দুটি ভাষায় থাকবে ৷ ৩. এই নোটে ২০২০ সিরিজের এক টাকার কয়েনের রেপ্লিকা ছাপা থাকবে যা উপর সত্যমেব জয়তে লেখা থাকবে ৷ পাশাপাশি নম্বরিং প্যানেলে ‘L’ লেখা থাকবে ৷
advertisement
3/4
৪. নোটের ডান দিকে কালো লাইনে নম্বরিং প্যানেল থাকবে ৷ ৫. এই নোটে প্রথম তিন আল্ফানিউমেরিক ক্যারেক্টর এক সাইজে লেখা থাকবে ৷ ৬. নোটে পিছন দিকে ভারত সরকার ও 'Government of India' শব্দে লেখা থাকবে ৷ ২০২০ লেখা থাকবে ও টাকার সিম্বল থাকবে ৷ ৭. নোটে টাকার সিম্বলের সঙ্গে সবজির ডিজাইন থাকবে ৷ পাশাপাশি সাগর সম্রাটের ছবি থাকবে ৷
৪. নোটের ডান দিকে কালো লাইনে নম্বরিং প্যানেল থাকবে ৷ ৫. এই নোটে প্রথম তিন আল্ফানিউমেরিক ক্যারেক্টর এক সাইজে লেখা থাকবে ৷ ৬. নোটে পিছন দিকে ভারত সরকার ও 'Government of India' শব্দে লেখা থাকবে ৷ ২০২০ লেখা থাকবে ও টাকার সিম্বল থাকবে ৷ ৭. নোটে টাকার সিম্বলের সঙ্গে সবজির ডিজাইন থাকবে ৷ পাশাপাশি সাগর সম্রাটের ছবি থাকবে ৷
advertisement
4/4
৮. নোটের বেশিরভাগ অংশ সবুজ ও গোলাপি রঙের হবে ৷ অন্যান্য রঙও ব্যবহার করা হবে নোটে ৷ ৯. নোটের সাইজ  9.7 x 6.3 সেন্টিমিটার হবে ৷ ১০. নোটের মাল্টি টোনে অশোক পিলারের ওয়াটার মার্ক থাকবে ৷
৮. নোটের বেশিরভাগ অংশ সবুজ ও গোলাপি রঙের হবে ৷ অন্যান্য রঙও ব্যবহার করা হবে নোটে ৷ ৯. নোটের সাইজ 9.7 x 6.3 সেন্টিমিটার হবে ৷ ১০. নোটের মাল্টি টোনে অশোক পিলারের ওয়াটার মার্ক থাকবে ৷
advertisement
advertisement
advertisement