Gold: সোনার গয়না নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জারি বিজ্ঞপ্তি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Gold Price: বিজ্ঞপ্তি জারি করে ডিজিএফটি জানিয়েছে, বিদেশ থেকে মুক্তো, নির্দিষ্ট কয়েক ধরনের হীরে এবং মূল্যবান পাথর খচিত সোনার গয়না কেনা এবং ভারতে আনার ক্ষেত্রে আমদানি নীতি ‘মুক্ত থেকে সীমাবদ্ধ’ করা হচ্ছে।
সোনা আমদানি নিয়ে আরও কড়া হল কেন্দ্র সরকার। সোনার গয়না নিয়ে আসতে গেলে এবার থেকে অনুমোদন নিতে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তি জারি করে ডিজিএফটি জানিয়েছে, বিদেশ থেকে মুক্তো, নির্দিষ্ট কয়েক ধরনের হীরে এবং মূল্যবান পাথর খচিত সোনার গয়না কেনা এবং ভারতে আনার ক্ষেত্রে আমদানি নীতি ‘মুক্ত থেকে সীমাবদ্ধ’ করা হচ্ছে। সীমাবদ্ধ বিভাগের পণ্য আমদানি করতে সরকারের অনুমতি বা লাইসেন্স প্রয়োজন।
advertisement
advertisement
advertisement
সোনার গয়না আমদানিতে কড়াকড়ি: নতুন নিয়মে সোনার গয়না আমদানিতে সরকারের অনুমতি নিতে হবে। ৫ ধরনের গয়না আমদানির ক্ষেত্রে এই অনুমোদন প্রয়োজন। সরকারের তরফে জানানো হয়েছে, এইচএসএন কোডের আওতায় গয়না আমদানিতে কোনও নিষেধাজ্ঞা নেই। বরং আমদানি অস্বাভাবিক বৃদ্ধির পিছনের কারণ খুঁজে বের করতে হবে। সেই কারণেই নজরদারির আওতায় আনা হচ্ছে।
advertisement
advertisement
FTA কী: FTA হল মুক্ত বাণিজ্য চুক্তি। দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ করতেই FTA চুক্তি করা হয়। এর ফলে আমদানি-রফতানি অর্থাৎ সেই দুই দেশের মধ্যে কেনা ও বিক্রি করা পণ্যে আমদানি কর, নিয়ন্ত্রক আইন, ভর্তুকি, কোটা ইত্যাদি ছাড় দেওয়া হয় বা নিয়ম সহজ করা হয়। এতে পণ্য উৎপাদনকারী সংস্থার ব্যয় হ্রাস পায়। ফলে সস্তায় জিনিস মেলে। কোম্পানিও অনেক বেশি মুনাফা করতে পারে।