বাড়িতে রাখা আপনার সোনার উপর এবার নজর ব্যাঙ্কের, মোদি সরকারের নতুন নির্দেশ
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
CNBC-আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, অর্থ মন্ত্রালয় ব্যাঙ্ককে জানিয়েছে যে প্রত্যেক ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী লক্ষ্য তৈরি করুতে হবে Gold Monetization Scheme এ গ্রাহকদের কাছ থেকে কত সোনা জমা নেওয়া হবে ৷
বাড়িতে রাখা আপনার সোনার উপর এবার নজর থাকবে ব্যাঙ্কের ৷ বাড়িতে রাখা সোনা এবার ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে যাওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে ৷ CNBC-আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, অর্থ মন্ত্রালয় ব্যাঙ্ককে জানিয়েছে যে প্রত্যেক ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী লক্ষ্য তৈরি করুক যাতে Gold Monetization Scheme অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে কত সোনা জমা নেওয়া হবে ৷ অর্থ মন্ত্রালয়ের তরফে প্রত্যেক ত্রৈমাসিকের লক্ষ্য ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫ লক্ষ গ্রাহককে চিহ্নিত করেছে ৷ মন্দির ট্রাস্টগুলির সোনাকেও স্কিমে যুক্ত করার উপরে জোর দেওয়া হচ্ছে ৷ FY20 তে এসবিআই ৩.৫ টন সোনা জমা করেছে ৷ FY21 তে ব্যাঙ্ক অফ বরোদা ২০০ কিলো সোনা জমা করার লক্ষ্য রেখেছে ৷ অন্যদিকে ICICI ব্যাঙ্ক ৪১ কিলো সোনা জমা করে ফেলেছে ৷
advertisement
advertisement
advertisement
এই স্কিম অনুযায়ী, আপনি আপনার সোনা ব্যাঙ্কে জমা রাখাতে পারবেন ৷ এর উপর ব্যাঙ্ক আপনাকে সুদ দেবেন ৷ এই স্কিমের বিষয়টি হল আগে আপনি সোনা লকারে রাখতেন ৷ তবে এবার থেকে লকার নেওয়ার দরকার নেই ৷ পাশাপাশি মিলবে সুদও ৷ স্কিমের নিয়ম অনুযায়ী, ৯৯৫ শুদ্ধতার ৩০ গ্রাম সোনা ব্যাঙ্কে রাখা বাধ্যতামূলক ৷ এর জন্য ব্যাঙ্ক গোল্ড বার, সোনার কয়েন, গয়না রাখা যাবে ৷ এতে ২.২৫ থেকে ২.৫০ শতাংশ সুদ মিলবে ৷ এই স্কিমে একাধিক ব্যক্তি ও সংস্থা সোনা জমা করেছে ৷ বেশ কিছু বড় মন্দিরও সোনা জমা করেছে ৷ তিরুমালা তিরুপতি মন্দির এই স্কিমে ২৭৮৯ কিলো সোনা জমা করেছে ৷ এর বদলে তারা প্রায় ৮০৭ কোটি টাকা বছরে সুদ পাচ্ছেন ৷