গ্রাহকদের বড় সুখবর দিল Indian Bank, এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হল ফিক্সড ডিপোজিটের সুদের হার
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Indian Bank Fixed Deposit Interest Rates: নিয়মিত এফডি ছাড়াও ইন্ডিয়ান ব্যাঙ্ক বিশেষ এফডি চালাচ্ছে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের কোটি কোটি গ্রাহককে দিল বড় সুখবর। ইন্ডিয়ান ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোধন করেছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক ১০,০০০ টাকা থেকে ৩ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট, সংক্ষেপে FD-র সুদের হার সংশোধন করেছে। ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত FD অফার করছে। ১২ জুন, ২০২৪ থেকে এই হারগুলি কার্যকর হয়েছে৷ নিয়মিত এফডি ছাড়াও ইন্ডিয়ান ব্যাঙ্ক বিশেষ এফডি চালাচ্ছে।
advertisement
ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশাল এফডি Ind Super ৪০০ দিনের FD স্কিম -এই বিশেষ এফডি একটি কলেবল এফডি। কলেবল এফডি মানে, এতে সময়ের আগে টাকা তোলার বিকল্প পাওয়া যাবে। ইন্ডিয়ান ব্যাঙ্কের ইন্ড সুপার FD ৪০০ দিনের জন্য। গ্রাহকরা এই স্কিমে ১০,০০০ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারে। ইন্ডিয়ান ব্যাঙ্কে এখন সাধারণ নাগরিককে ৭.২৫%, সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৭৫% এবং সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০০% সুদ দেওয়া হচ্ছে। গ্রাহকরা ৩০ জুন পর্যন্ত এই বিশেষ FDগুলিতে বিনিয়োগ করতে পারে।
advertisement
ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশাল এফডি Ind Super 300 দিনের FD স্কিম -ভারতীয় ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, বিশেষ মেয়াদী আমানত পণ্য Ind Super 300 দিনের FD স্কিম ১ জুলাই, ২০২৩-এ চালু করা হয়েছিল। এই স্কিমে গ্রাহকরা ৩০০ দিনের জন্য FD-তে ৫০০০ টাকা থেকে ২ কোটি টাকার কম বিনিয়োগ করতে পারে। এতে ৭.০৫ শতাংশ থেকে ৭.৮০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।
advertisement
advertisement
advertisement
advertisement