Gold vs Share Market: সোনা না কি শেয়ার বাজার? আগামী দিনে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন? সামনে এল রিপোর্ট
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Gold vs Share Market: রিপোর্ট অনুযায়ী, গত ২৫ বছরে সোনা থেকে বার্ষিক ১২.৫৫ শতাংশ হারে রিটার্ন মিলেছে।
সোনা না কি শেয়ার বাজার? আগামীদিনে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ মিলতে পারে? এডেলওয়াইস মিউচুয়াল ফান্ডের রিপোর্ট বলছে, গত কয়েক বছরে সোনা থেকেই বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা থাকায় ভবিষ্যতে শেয়ার বাজারই সেই জায়গা, যেখান থেকে সোনার চেয়ে বেশি রিটার্ন মেলার সম্ভাবনা রয়েছে।
advertisement
রিপোর্ট অনুযায়ী, গত ২৫ বছরে সোনা থেকে বার্ষিক ১২.৫৫ শতাংশ হারে রিটার্ন মিলেছে। সেখানে বিএসই সেনসেক্স রিটার্নের হার ১০.৭৩ শতাংশ। কিন্তু ভবিষ্যতের কথা ভাবলে, শেয়ার বাজারেই বিনিয়োগ করা উচিত। রিপোর্টে আরও বলা হয়েছে যে, গত ১০ বছরে মাত্র ৩৬ শতাংশ ক্ষেত্রে সোনা শেয়ারের তুলনায় ভাল পারফর্ম করেছে। এ থেকে একটা জিনিস স্পষ্ট, স্বল্পমেয়াদী ওঠানামার পরেও দীর্ঘমেয়াদে শেয়ারবাজার অধিক লাভজনক।
advertisement
advertisement
বাণিজ্য শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা এবং তার প্রতিক্রিয়ায় অন্যান্য দেশের পদক্ষেপের কারণে বাজারে অনিশ্চিয়তা তৈরি হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। এই পরিস্থিতিতে সোনাই একমাত্র নিরাপদ বিনিয়োগ বিকল্প। ফলে চাহিদা বাড়ছে। বিনিয়োগকারীরা মনে করেন, আর্থিক সংকটের সময় সোনার মতো নিরাপদ আর কিছু নেই। আবার অর্থনীতি চাঙ্গা থাকলে শেয়ার বাজার অপেক্ষাকৃত বেশি রিটার্ন দেয়। এটাও ঐতিহাসিকভাবে সত্য।
advertisement
এডেলওয়াইসের রিপোর্ট জোর দিয়ে বলছে, শেয়ার বাজার অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা নেওয়ার মতো জায়গায় রয়েছে। কোম্পানিগুলো বিপুল মুনাফা করবে। তাই যাঁরা ভবিষ্যতে বেশি রিটার্ন চান তাঁদের জন্য শেয়ার বাজারই আদর্শ জায়গা। আর্থিক বিশেষজ্ঞরাও মনে করেন, সংকটের সময় সোনা যতই নিরাপত্তা দিক না কেন, দীর্ঘমেয়াদে শেয়ার বাজারের কোনও বিকল্প নেই।
advertisement
পরিসংখ্যানও তাই বলছে। দীর্ঘমেয়াদে সোনার তুলনায় শেয়ারের পারফরম্যান্স অনেক ভাল। এডেলওয়াইসের রিপোর্ট বলছে, অর্থনৈতিক উন্নতি ও প্রবৃদ্ধির ফলে শেয়ারবাজার এখন ভাল রিটার্ন দেওয়ার সম্ভাবনায় এগিয়ে। মুনাফার সুযোগও বেশি। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের বাজার পরিবর্তনের কথা মাথায় রেখে বিনিয়োগ পরিকল্পনা নতুন করে ভাবার সময় এসেছে। তবে, বাজারে ওঠানামা স্বাভাবিক। তাই বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং নিজের আর্থিক লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই ভাল।