advertisement

Gold Price Today: লাফিয়ে বাড়ছে সোনার দাম, এবছরই কি ২ লাখ টাকা হবে দাম ?

Last Updated:
Gold Price Today: লাফিয়ে বাড়ছে সোনার দাম। নতুন রেকর্ডের পথে হলুদ ধাতু। বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগ বাড়ার জেরে এবছরই কি ২ লাখ টাকা ছুঁতে পারে সোনার দর? জেনে নিন বিস্তারিত বিশ্লেষণ।
1/8
সোনার দামে ফের বড়সড় বদল। নতুন বছর শুরু হতেই রেকর্ড ভাঙার খেলায় নেমেছে হলুদ ধাতু। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও প্রতিদিনই বাড়ছে সোনার দাম। ফলে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে গয়না ক্রেতাদের মনে এখন একটাই প্রশ্ন—এ বছরই কি ২ লাখ টাকা ছুঁতে পারে সোনার দাম?
সোনার দামে ফের বড়সড় বদল। নতুন বছর শুরু হতেই রেকর্ড ভাঙার খেলায় নেমেছে হলুদ ধাতু। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও প্রতিদিনই বাড়ছে সোনার দাম। ফলে সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে গয়না ক্রেতাদের মনে এখন একটাই প্রশ্ন—এ বছরই কি ২ লাখ টাকা ছুঁতে পারে সোনার দাম?
advertisement
2/8
কেন হঠাৎ এত দ্রুত বাড়ছে সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, একাধিক কারণের জেরে সোনার দামে এই দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে—

বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা: আমেরিকা ও ইউরোপে মন্দার আশঙ্কা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
কেন হঠাৎ এত দ্রুত বাড়ছে সোনার দাম?বিশেষজ্ঞদের মতে, একাধিক কারণের জেরে সোনার দামে এই দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে—বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা: আমেরিকা ও ইউরোপে মন্দার আশঙ্কা বাড়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
advertisement
3/8
মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তেজনা: যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বাড়লে সাধারণত সোনার চাহিদা বেড়ে যায়। ডলারের ওঠানামা ও সুদের হার: ডলারের মান দুর্বল হলে এবং সুদের হার কমার ইঙ্গিত মিললে সোনার দাম বাড়তে দেখা যায়।

ভারতে বিয়ের মরশুম ও উৎসবের চাহিদা: ঘরোয়া বাজারে গয়নার চাহিদা বেড়েছে, যা দাম বাড়ার অন্যতম কারণ।
মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তেজনা: যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতা বাড়লে সাধারণত সোনার চাহিদা বেড়ে যায়।ডলারের ওঠানামা ও সুদের হার: ডলারের মান দুর্বল হলে এবং সুদের হার কমার ইঙ্গিত মিললে সোনার দাম বাড়তে দেখা যায়।ভারতে বিয়ের মরশুম ও উৎসবের চাহিদা: ঘরোয়া বাজারে গয়নার চাহিদা বেড়েছে, যা দাম বাড়ার অন্যতম কারণ।
advertisement
4/8
বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে সোনা? বর্তমানে দেশে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে অনেকটাই বেড়ে গিয়েছে । কিছু শহরে গয়না তৈরির খরচ ও জিএসটি যোগ করলে দাম আরও অনেকটাই বেড়ে যাচ্ছে। এই ধারাবাহিক ঊর্ধ্বগতিই জল্পনা বাড়াচ্ছে যে সামনে বড় রেকর্ড আসতে পারে।
বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে সোনা?বর্তমানে দেশে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে অনেকটাই বেড়ে গিয়েছে । কিছু শহরে গয়না তৈরির খরচ ও জিএসটি যোগ করলে দাম আরও অনেকটাই বেড়ে যাচ্ছে। এই ধারাবাহিক ঊর্ধ্বগতিই জল্পনা বাড়াচ্ছে যে সামনে বড় রেকর্ড আসতে পারে।
advertisement
5/8
তাহলে কি সত্যিই ২ লাখ টাকা ছুঁতে পারে সোনার দাম? বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, স্বল্পমেয়াদে ২ লাখ টাকা প্রতি ১০ গ্রাম হওয়া কঠিন, তবে দীর্ঘমেয়াদে সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদি আন্তর্জাতিক অস্থিরতা আরও বাড়ে, ডলার দুর্বল থাকে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কেনা বাড়ায়, তাহলে আগামী কয়েক বছরে বড়সড় রেকর্ড গড়তে পারে সোনা।
তাহলে কি সত্যিই ২ লাখ টাকা ছুঁতে পারে সোনার দাম?বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, স্বল্পমেয়াদে ২ লাখ টাকা প্রতি ১০ গ্রাম হওয়া কঠিন, তবে দীর্ঘমেয়াদে সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদি আন্তর্জাতিক অস্থিরতা আরও বাড়ে, ডলার দুর্বল থাকে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কেনা বাড়ায়, তাহলে আগামী কয়েক বছরে বড়সড় রেকর্ড গড়তে পারে সোনা।
advertisement
6/8
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা? 
বিশেষজ্ঞরা বলছেন, এখনই আতঙ্কিত হয়ে বিপুল পরিমাণ সোনা কেনার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বরং ধাপে ধাপে বিনিয়োগ করা যেতে পারে। গয়না কেনার বদলে গোল্ড ETF, সোভেরেন গোল্ড বন্ড বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করলে ঝুঁকি তুলনামূলকভাবে কম হতে পারে।
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?বিশেষজ্ঞরা বলছেন, এখনই আতঙ্কিত হয়ে বিপুল পরিমাণ সোনা কেনার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বরং ধাপে ধাপে বিনিয়োগ করা যেতে পারে। গয়না কেনার বদলে গোল্ড ETF, সোভেরেন গোল্ড বন্ড বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করলে ঝুঁকি তুলনামূলকভাবে কম হতে পারে।
advertisement
7/8
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ২৭ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৫০৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১২৩৭৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩৪৬২৯১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ২৭ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৫০৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১২৩৭৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩৪৬২৯১ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
8/8
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement