Gold Price Prediction: অগাস্টে কত হবে সোনার দাম ? এখন কি সোনা কেনার সঠিক সময় ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Prediction: সাম্প্রতিক সোনার দরপতনের পর অনেকেই ভাবছেন, এখনই কি সোনা কেনার উপযুক্ত সময়? অগাস্টে ফেডারেল সিদ্ধান্ত, শুল্ক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারের গতিবিধি সোনার দামের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
গত সপ্তাহজুড়ে সোনার দাম নিম্নমুখী ছিল ৷ রিপোর্ট অনুযায়ী সোনার দর ১ শতাংশেরও বেশি কমে $৩৩৩৫.৬০-এ নেমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহে সোনার দামে আরও সংশোধন বা মন্দা দেখা যেতে পারে, কারণ বিনিয়োগকারীরা একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ এর মধ্যে রয়েছে ইউএস ফেডারেল ওপেন মার্কেট কমিটি (FOMC) সভার সিদ্ধান্ত এবং বৈশ্বিক বাণিজ্য আলোচনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তিনি বলেন, নিরাপদ লগ্নির (safe haven) চাহিদা যেন হারিয়ে গিয়েছে, যার ফলে মার্কিন স্টক মার্কেট এবং ট্রেজারি ইল্ড বেড়েছে ৷ বিশেষ করে AI-সংশ্লিষ্ট কর্পোরেট আয়ের জোরালো ফলাফল ও ঝুঁকি নেওয়ার মানসিকতার কারণে। সোনার পরবর্তী দামের গতি অনেকটাই নির্ভর করবে এই বিষয়ের উপর যে, ইউএস ফেডারেল রিজার্ভ আরও নমনীয় অবস্থান নেয় কি না, অথবা শুল্ক সংক্রান্ত উত্তেজনা আবার নতুন করে বৃদ্ধি পায় কি না।
advertisement