Gold Price Fall: অবশেষে স্বস্তি, কমল সোনার দাম ! ১ গ্রাম সোনা কতটা সস্তা হল ?

Last Updated:
Gold Price Fall: অবশেষে এল সুখবর! দীর্ঘদিন পর সোনার দামে নেমে এসেছে পতন। দেখে নিন আজকের আপডেটেড দরে ১ গ্রাম ও ১০ গ্রাম সোনা কতটা সস্তা হয়েছে এবং সামনে দামের সম্ভাব্য পরিবর্তন কী হতে পারে।
1/6
দীর্ঘদিনের ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বস্তির হাওয়া সোনার বাজারে। সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং ডলারের দামে পরিবর্তনের কারণে বুধবার দেশে সোনার দাম কিছুটা হ্রাস পেয়েছে। ক্রেতাদের মুখে তাই ফের হাসি ফুটেছে — দীপাবলি ও ধনতেরসের আগে এই দাম কমা অনেকের কাছেই সুখবর।
দীর্ঘদিনের ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বস্তির হাওয়া সোনার বাজারে। সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারের প্রভাব এবং ডলারের দামে পরিবর্তনের কারণে বুধবার দেশে সোনার দাম কিছুটা হ্রাস পেয়েছে। ক্রেতাদের মুখে তাই ফের হাসি ফুটেছে — দীপাবলি ও ধনতেরসের আগে এই দাম কমা অনেকের কাছেই সুখবর।
advertisement
2/6
দীপাবলি ও ধনতেরসের আগে সোনার দাম কমা মানেই ক্রেতাদের জন্য সোনার সুযোগ। সাধারণত এই সময়েই গয়না কেনার রেওয়াজ রয়েছে। ফলে দাম কমার এই সময়টা সোনা বা সোনার মুদ্রা কেনার জন্য আদর্শ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
দীপাবলি ও ধনতেরসের আগে সোনার দাম কমা মানেই ক্রেতাদের জন্য সোনার সুযোগ। সাধারণত এই সময়েই গয়না কেনার রেওয়াজ রয়েছে। ফলে দাম কমার এই সময়টা সোনা বা সোনার মুদ্রা কেনার জন্য আদর্শ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
advertisement
3/6
অর্থনীতিবিদদের একাংশের মতে, সাময়িকভাবে দাম কমলেও নভেম্বর থেকে আবারও সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও ডলারের বিনিময় হারের উপরই মূলত নির্ভর করছে আগামি দামের ধারা।
অর্থনীতিবিদদের একাংশের মতে, সাময়িকভাবে দাম কমলেও নভেম্বর থেকে আবারও সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যেতে পারে। আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি ও ডলারের বিনিময় হারের উপরই মূলত নির্ভর করছে আগামি দামের ধারা।
advertisement
4/6
সোনার দাম কখনই স্থির থাকে না। বাজারের ওঠানামা এবং উৎসবের মরশুম মিলিয়ে ক্রেতাদের জন্য এই সময় একটু সতর্ক থাকার। আজ এক গ্রাম সোনার দাম দেখলে হয়তো আতঙ্কিত হবেন, তবে সঠিক পরিকল্পনা এবং সচেতনতা থাকলে লাভবান হওয়া সম্ভব।
সোনার দাম কখনই স্থির থাকে না। বাজারের ওঠানামা এবং উৎসবের মরশুম মিলিয়ে ক্রেতাদের জন্য এই সময় একটু সতর্ক থাকার। আজ এক গ্রাম সোনার দাম দেখলে হয়তো আতঙ্কিত হবেন, তবে সঠিক পরিকল্পনা এবং সচেতনতা থাকলে লাভবান হওয়া সম্ভব।
advertisement
5/6
বুধবার ১৫ অক্টোবর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২০১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৮৬০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৯৫১৪ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
বুধবার ১৫ অক্টোবর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২০১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৮৬০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৯৫১৪ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement