Gold Price Fall: সপ্তাহের শুরুতেই সোনার দামে পতন ! দেখে নিন ১ গ্রাম কতটা সস্তা হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Drop: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় পতনের খবর। ১ গ্রাম সোনার দাম কতটা কমেছে তা জানলে চমকে উঠবেন আপনি। বিনিয়োগ বা কেনাকাটার আগে অবশ্যই দেখে নিন ৷
সপ্তাহের শুরুতেই সুখবর ৷ সোমবার কমল সোনালি ধাতুর দাম ৷ বিশেষজ্ঞদের মতে, হলুদ ধাতুটি সম্ভবত সর্বোচ্চ সীমায় পৌঁছেছে ৷ স্বাভাবিক ভাবেই সোনার দাম নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ ৷ অনেকেই মনে করছেন আগামী দিনে বেশ অনেকটাই কমতে পারে সোনার দাম ৷ আবার একাংশের মতে আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে সোনালি ধাতুর দাম ৷ ফলে সোনার দামের ওঠা পড়ার দিকে সকলেরই নজর রয়েছে ৷ বিনিয়োগের আগে অবশ্যই নজর রাখতে হবে মার্কেট উপরে ৷
advertisement
বর্তমানে যে জায়গায় সোনার দাম পৌঁছেছে তাতে মধ্যবিত্তের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা ৷ প্রাচীন কাল থেকে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখা হয় ৷ ফলে দাম আকাশছোঁয়া হলেও সোনার দরের ওঠা-নামার উপর সকলেরই নজর থাকে ৷ শুধু সোনা না রুপোর দামও আকাশছোঁয়া ৷ সম্প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে রুপোর দাম ৷
advertisement
advertisement
advertisement
advertisement