Gold Loan: গোল্ড লোনে আসছে বড় পরিবর্তন, চালু হবে কার বা হোম লোনের মতো ব্যবস্থা, গ্রাহক কী সুবিধা পাবে দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Gold Loan: যে সমস্ত ব্যাঙ্ক গোল্ড লোন দেয়, তারা সোনা বন্ধক রেখে ঋণ দেওয়ার জন্য রেকারিং লোন পদ্ধতি চালু করা নিয়েও চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে।
advertisement
ব্যাঙ্ক এবং গোল্ড লোন দাতা সংস্থাগুলি গ্রাহককে লোন দেওয়ার পর মাসিক কিস্তিতে সুদ এবং আসল সহ ঋণ পরিশোধ করার কথা বলতে পারে বলে অনুমান করা হচ্ছে। একেবারে হোম লোন বা কার লোনের মতো। যে সমস্ত ব্যাঙ্ক গোল্ড লোন দেয়, তারা সোনা বন্ধক রেখে ঋণ দেওয়ার জন্য রেকারিং লোন পদ্ধতি চালু করা নিয়েও চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে।
advertisement
ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, এক বর্ষীয়াণ ব্যাঙ্ক কর্তা বলেছেন, “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ খুব স্পষ্ট, তারা চায় ব্যাঙ্ক বা গোল্ড লোন দাতা সংস্থা যেন শুধু বন্ধক রাখা সোনার উপর নির্ভর না করে। ঋণগ্রহীতার ঋণ পরিশোধের ক্ষমতা আছে কি না, তাও পরীক্ষা করে দেখুক। এজন্যই গোল্ড লোনের ক্ষেত্রেও এখন মাসিক পরিশোধের বিকল্প আনার প্রস্তুতি চলছে।”
advertisement
সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্ক কী বলেছে: এই বিষয়ে ৩০ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোনা এবং সোনার গয়না বন্ধক রেখে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয় তাতে। গোল্ড লোনের সোর্সিং, মূল্যায়ন, স্বচ্ছতা, লোন টু ভ্যালু অনুপাত এবং কতটা ঝুঁকি রয়েছে খতিয়ে দেখার পর এই বিষয় নিয়ে সার্কুলার জারি করে। শুধু তাই নয়, আরবিআই স্পষ্ট জানিয়ে দেয়, শুধু আংশিক অর্থপ্রদান করে গোল্ড লোনের কার্যক্রম চালিয়ে যাওয়াটা মারাত্মক ভুল।
advertisement
advertisement
ঋণ পরিশোধের আরও একটা বিকল্প রয়েছে। সেটা হল, আংশিক পরিশোধ। ঋণগ্রহীতার হাতে কিছু টাকা এল আর তিনি সেটা ব্যাঙ্ক বা ঋন দাতা সংস্থাকে দিয়ে দিলেন। এভাবেও ঋণের টাকা মেটাতে পারেন গ্রাহক। তবে রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলারের পর ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলি এখন গোল্ড লোন পরিশোধের জন্য মাসিক কিস্তি চালু করার কথা ভাবছে।