সোনার-রুপোর দামে বড়সড় বদল !

Last Updated:
সোমবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৪১৪৫৬ টাকা থেকে বেড়ে ৪১৫০৮ টাকা হয়েছে প্রতি ১০ গ্রামে ৷
1/4
সোমবার ফের দাম বাড়ল সোনার ৷ সপ্তাহের প্রথম দিনে ১০ গ্রাম সোনার দাম ৫২ টাকা বেড়ে গিয়েছে ৷ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এক কিলোগ্রাম রুপোর দাম ১৯০ টাকা বেড়েছে ৷ গত সপ্তাহে শেষ কর্মরত দিনেও সোনা ও রুপোর দাম বেড়েছিল ৷ ডলারের তুলনায় টাকার দাম ওঠা-নামায় ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় দেশের বাজারেও দাম বেড়েছে সোনার ৷
সোমবার ফের দাম বাড়ল সোনার ৷ সপ্তাহের প্রথম দিনে ১০ গ্রাম সোনার দাম ৫২ টাকা বেড়ে গিয়েছে ৷ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এক কিলোগ্রাম রুপোর দাম ১৯০ টাকা বেড়েছে ৷ গত সপ্তাহে শেষ কর্মরত দিনেও সোনা ও রুপোর দাম বেড়েছিল ৷ ডলারের তুলনায় টাকার দাম ওঠা-নামায় ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় দেশের বাজারেও দাম বেড়েছে সোনার ৷
advertisement
2/4
সোমবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৪১৪৫৬ টাকা থেকে বেড়ে ৪১৫০৮ টাকা হয়েছে প্রতি ১০ গ্রামে ৷ শুক্রবার সোনার দাম বেড়েছিল ১১২ টাকা ৷
সোমবার দিল্লির সরাফা বাজারে সোনার দাম ৪১৪৫৬ টাকা থেকে বেড়ে ৪১৫০৮ টাকা হয়েছে প্রতি ১০ গ্রামে ৷ শুক্রবার সোনার দাম বেড়েছিল ১১২ টাকা ৷
advertisement
3/4
সোনার সঙ্গে দাম বেড়েছে রুপোর ৷ দিল্লির সরাফা বাজারে রুপোর দাম ৪৭২০৬ টাকা থেকে বেড়ে ৪৭২৯৬ প্রতি কিলোগ্রামে হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে ১৫৭৪ ডলার প্রতি আউন্স ও রুপোর দাম ১৮.৮০ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
সোনার সঙ্গে দাম বেড়েছে রুপোর ৷ দিল্লির সরাফা বাজারে রুপোর দাম ৪৭২০৬ টাকা থেকে বেড়ে ৪৭২৯৬ প্রতি কিলোগ্রামে হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে ১৫৭৪ ডলার প্রতি আউন্স ও রুপোর দাম ১৮.৮০ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
advertisement
4/4
চিনে করোনা ভাইরাসের জেরে আর্থিক স্লোডান চলছে ৷এর জেরে ইউক্যুইটি মার্কেটে অস্থিরতা দেখা দিতে পারে ৷ এর জেরে সোনার দাম বেড়ে চলেছে চড়চড়িয়ে ৷
চিনে করোনা ভাইরাসের জেরে আর্থিক স্লোডান চলছে ৷এর জেরে ইউক্যুইটি মার্কেটে অস্থিরতা দেখা দিতে পারে ৷ এর জেরে সোনার দাম বেড়ে চলেছে চড়চড়িয়ে ৷
advertisement
advertisement
advertisement