ব্যাঙ্কের FD-র থেকে বেশি লাভজনক পোস্ট অফিসের এই স্কিম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
২,৩ বা ৫ সালের টাইম ডিপোজিট করলে এই সুবিধা পাবেন ৷
আপনার কাছে টাকা থাকলে এবং সেটি ইনভেস্ট করে বেশি টাকা আয় করতে চাইলে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে পারেন ৷ পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্টে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পাওয়া যায় ৷ দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭ দিন থেকে ৫ বছরের এফডি-তে ৬.৪ শতাংশ সুদ দিচ্ছে ৷ সে ক্ষেত্রে ব্যাঙ্কের এফডি থেকে ভাল অপশন হল পোস্ট অফিস টাইম ডিপোজিট ৷ এখানে ৫ বছরে ৬.৭ শতাংশ পর্যন্ত সুদ মিলবে বছরে ৷
advertisement
advertisement
৫ বছরের জন্য টাইম ডিপোজিট স্কিমে ৫ লক্ষ টাকা জমা করলে তাতে ৬.৭ শতাংশ বছরে কম্পাউডিং হিসেবে সুদ মিলবে ৷ ম্যাচিউরিটিতে এই টাকা বেড়ে ৬,৬৯,১১৩ টাকা হয়ে গিয়েছে ৷ অথার্ৎ আপনি ১.৬৯ লক্ষ টাকা সুদ হিসেবে পাবেন ৷ ৩ বছরের জন্য জমা করলে ম্যাচিউরিটি অ্যামাউন্ট ৫.৭৮ লক্ষ টাকা হয়, ২ বছরের জন্য জমা করলে ৫.৫১ লক্ষ টাকা ও ১ বছরের জন্য জমা করলে মিলবে ৫.২৫ লক্ষ টাকা ৷
advertisement
advertisement
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পোস্ট অফিসে আপনার ইনভেস্ট করা টাকা সুরক্ষিত থাকবে ৷ টাইম ডিপোজিট কমপক্ষে ১০০০ টাকা দিয়ে খোলা যেতে পারে ৷ অধিকতম টাকা ইনভেস্ট করার কোনও সীমা নেই ৷ সিঙ্গল ও জয়েন্ট দু’রকমের অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে ৷ ১০ বছরের বেশি বয়স হলে মাইনরের নামেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
