ব্যাঙ্কের থেকে কম সুদে ও বিনা গ্যারেন্টিতে এই ভাবে পেয়ে যাবেন লোন...

Last Updated:
1/4
 ট্যাক্স বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইনভেস্ট করার সবচেয়ে জনপ্রিয় ৷ এই ফান্ডে আপনার জমা করা টাকার উপরে দিতে হবে না কোনও ট্যাক্স ৷ পাশাপাশি সুদ ও ম্যাচিউরিটির পর যে টাকা পাওয়া যায় সেটিও সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ৷ আপনার যদি কোনও লোন নেওয়ার দরকার পরে কিন্তু লোন নেওয়ার জন্য কোনও গ্যারেন্টি না থাকে তাহলে PPF এর মাধ্যমে আপনি সহজেই লোন নিতে পারবেন ৷ লোনের সুদের হার ব্যাঙ্কের থেকে কম হবে ৷ PPF অ্যাকাউন্টে বছরে ন্যূনতম 500 টাকা রাখতে হবে ৷ বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা এই অ্যাকাউন্টে জমা করা যেতে পারে ৷
ট্যাক্স বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ইনভেস্ট করার সবচেয়ে জনপ্রিয় ৷ এই ফান্ডে আপনার জমা করা টাকার উপরে দিতে হবে না কোনও ট্যাক্স ৷ পাশাপাশি সুদ ও ম্যাচিউরিটির পর যে টাকা পাওয়া যায় সেটিও সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ৷ আপনার যদি কোনও লোন নেওয়ার দরকার পরে কিন্তু লোন নেওয়ার জন্য কোনও গ্যারেন্টি না থাকে তাহলে PPF এর মাধ্যমে আপনি সহজেই লোন নিতে পারবেন ৷ লোনের সুদের হার ব্যাঙ্কের থেকে কম হবে ৷ PPF অ্যাকাউন্টে বছরে ন্যূনতম 500 টাকা রাখতে হবে ৷ বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা এই অ্যাকাউন্টে জমা করা যেতে পারে ৷
advertisement
2/4
PPF থেকে লোন নিলে কী কী সুবিধা পাবেন ?
PPF থেকে লোন নিলে কী কী সুবিধা পাবেন ?
advertisement
3/4
লোন ফেরত দেওয়ার ৩৬ মাস সময় পাবেন ৷ যে মাসে আপনার লোন পাশ হবে তার পরের মাস থেকে ৩৬ মাস ধরা হবে ৷ পিপিএফ থেকে যে সুদ মিলছে তার থেকে ২ শতাংশ বেশি হবে লোনে সুদের হার, যা ব্যাঙ্কের পার্সোনাল লোনের সুদের হার থেকে অনেকটাই কম ৷ বর্তমানে পিপিএফ এ সুদের ৮ শতাংশ ৷ পাশাপাশি লোন নেওয়ার সময় সুদের হার যা ঠিক করা হয় লোন শেষ হওয়া পর্যন্ত তা অপরিবর্তিত থাকে ৷
লোন ফেরত দেওয়ার ৩৬ মাস সময় পাবেন ৷ যে মাসে আপনার লোন পাশ হবে তার পরের মাস থেকে ৩৬ মাস ধরা হবে ৷ পিপিএফ থেকে যে সুদ মিলছে তার থেকে ২ শতাংশ বেশি হবে লোনে সুদের হার, যা ব্যাঙ্কের পার্সোনাল লোনের সুদের হার থেকে অনেকটাই কম ৷ বর্তমানে পিপিএফ এ সুদের ৮ শতাংশ ৷ পাশাপাশি লোন নেওয়ার সময় সুদের হার যা ঠিক করা হয় লোন শেষ হওয়া পর্যন্ত তা অপরিবর্তিত থাকে ৷
advertisement
4/4
লোন নেওয়ার জন্য আপনার পিপিএফ অ্যাকাউন্ট দুটি আর্থিক বছর পূরণ করতে হবে ৷ শেষ অর্থ বছরে আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স ছিল তার থেকে ২৫ শতাংশ বেশি লোন নেওয়া যেতে পারে ৷ প্রথম লোন শেষ হয়ে যাওয়ার পর আপনি আবারও লোন নিতে পারবেন ৷
লোন নেওয়ার জন্য আপনার পিপিএফ অ্যাকাউন্ট দুটি আর্থিক বছর পূরণ করতে হবে ৷ শেষ অর্থ বছরে আপনার অ্যাকাউন্টে যা ব্যালেন্স ছিল তার থেকে ২৫ শতাংশ বেশি লোন নেওয়া যেতে পারে ৷ প্রথম লোন শেষ হয়ে যাওয়ার পর আপনি আবারও লোন নিতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement