করোনা ভাইরাস মহামারীর জেরে কঠিন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ এর জেরে সরকার নিয়মিত স্মল সেভিংস স্কিমে সুদের হার কমিয়া চলেছে ৷ এর মধ্যে সামিল রয়েছে ফিক্সড ডিপোজিটও ৷ সরকারের এই সিদ্ধান্তের পর স্টেট ব্যাঙ্কের পাশাপাশি অন্যান্য ব্যাঙ্কও তাদের সুদের হার কমিয়ে দিয়েছে ৷ স্মল সেভিংস ডিপোজিটের সুদের হার ৭০ থেকে ১৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে ৷
জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশে হিসেবে সুদ দেওয়া হচ্ছে এফডি-তে ৷ এই ব্যাঙ্কে ৭ থেকে ১৪ দিনের এফডি-তে ৫ শতাংশ, ১৫ থেকে ৪৫ দিনের এফডি-তে ৫.৫০ শতাংশ, ৪৬ থেকে ৬০ দিনের জন্য ৬.২৫ শতাংশ, ৬১ থেকে ৯০ দিনের জন্য ৬.৭৫ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ ৯১ দিন থেকে ১৮০ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.২৫ শতাংশ সুদ মিলবে ৷ ১ বছরের এফডি-তে মিলবে ৯ শতাংশ সুদ ৷
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে ৪ শতাংশ থেকে ৯ শতাংশ পর্যন্ত মিলবে সুদ ৷ প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার ৪.২৫ শতাংশ থেকে ৯.৫৮ শতাংশ ৷ এই ব্যাঙ্কে ৫ বছরের এফডি-তে সবচেয়ে বেশি সুদ মিলবে ৷ ৭ থেকে ১৪ দিনের ও ১৫ থেকে ৪৫ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ ৷ ৪৬ দিন থেকে ৯০ দিনের এফডি-তে ৫ শতাংশ ও ৯১ দিন থেকে ৬ মাসের এফডি-তে ৫.৫০ শতাংশ সুদ মিলবে ৷ এই ব্যাঙ্কে ৬ মাস থেকে ৯ মাসের জন্য মিলবে ৭.৫০ শতাংশ সুদ ও ৯ মাস থেকে ১ বছর পর্যন্ত এফডি-তে ৭.৭৫ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ এই ব্যাঙ্কে ১ বছর থেকে ২ বছর পর্যন্ত ৮ শতাংশ এবং ২ থেকে ৩ বছর পর্যন্ত ৮.২৫ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৭ থেকে ৪৫ দিনের জন্য সুদ মিলবে ৪.৭৫ শতাংশ ৷ ৪৬ দিন থেকে ৯০ দিনের জন্য সুদ মিলবে ৫.৫০ শতাংশ ৷ এই ব্যাঙ্কে ৯১ দিন থেকে ১৮০ দিনের এফডি-তে মিলবে ৬.৭৫ শতাংশ সুদ ৷ ২৭১ দিন থেকে ১ বছরের এফডি-তে মিলবে ৭.২০ শতাংশ সুদ ৷ ১ বছর থেকে ৪৪৫ দিনের এফডিতে মিলবে ৮.২০ শতাংশ সুদ ৷ ৪৫৬ দিন থেকে ২ বছরের এফডি-তে এখানে সবচেয়ে বেশি সুদ দেওয়া হয় ৷ প্রবীণ নাগরিকদের ০.৫০ শতাংশ বেশি সুদ মিলবে ৷