১ অগাস্ট, ২০২৫ থেকে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, UPI, ট্রেডিংয়ের সময়, ব্যাঙ্ক ক্রেডিট কার্ড-সহ সেই তালিকা অনেক লম্বা, দেখে নিন সমস্ত খুঁটিনাটি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Financial Changes From August 01: কিছু কিছু নতুন পরিবর্তন তো আবার গ্রাহকদের উপর সরাসরি প্রভাব ফেলবে। ফলে এই পরিবর্তনগুলি একেবারেই এড়িয়ে যেতে পারবেন না তাঁরা।
আর্থিক ক্ষেত্রে অগাস্ট মাসের প্রথম দিন অর্থাৎ ১ অগাস্ট ২০২৫ তারিখ থেকেই আসতে চলেছে একাধিক পরিবর্তন। ডিজিটাল পেমেন্ট, ক্রেডিট কার্ড থেকে শুরু করে ট্রেডিং মার্কেটের ক্ষেত্রে কার্যকর হতে চলেছে এই নয়া বদল। কিছু কিছু নতুন পরিবর্তন তো আবার গ্রাহকদের উপর সরাসরি প্রভাব ফেলবে। ফলে এই পরিবর্তনগুলি একেবারেই এড়িয়ে যেতে পারবেন না তাঁরা। (Representative Image)
advertisement
১ অগাস্ট থেকে কার্যকর হতে চলা নিয়ম: এই প্রধান ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে একাধিক নিয়ন্ত্রক পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে UPI-এর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ National Payments Corporation of India (NPCI)। আসলে UPI-কে আরও নির্ভরযোগ্য ও মসৃণ করে তোলা এবং বিশেষ করে ব্যস্ত সময়ে বাধাবিপত্তি যাতে কম হয়, সেটাই এই পরিবর্তনের অন্যতম প্রধান লক্ষ্য। সকল ব্যাঙ্ক এবং পেমেন্ট অ্যাপের জন্য নতুন API ব্যবহারের নিয়ম - AutoPay এবং ব্যালেন্স চেক ফিচারের আপডেট-সহ-আগামী মাস থেকে কার্যকর হবে। এবার থেকে প্রতিদিন ৫০ বারই নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন UPI ব্যবহারকারীরা। আগে অবশ্য অসংখ্যবার ব্যালেন্স চেক করতে পারতেন ব্যবহারকারীরা।
advertisement
UPI অটোপে ট্র্যানজ্যাকশনের জন্য ফিক্সড টাইম স্লট ধার্য করেছে NPCI। ফলে এবার থেকে দিনের যে কোনও সময়ে সাবস্ক্রিপশন, ইএমআই এবং ইউটিলিটি বিলের পেমেন্ট করা যাবে না। বরং তা করতে হবে দিনের একটি নির্দিষ্ট সময়েই। যদিও ব্যাকগ্রাউন্ডে এই পরিবর্তনটি ঘটবে, ফলে আশা করা হচ্ছে যে, এতে প্ল্যাটফর্মের স্পিড বাড়বে এবং ব্যস্ততাও কমাবে। সেই সঙ্গে ব্যবহারকারীরা ন্যূনতম ৯০ সেকেন্ডের ব্যবধানে সর্বোচ্চ ৩ বার ট্র্যানজ্যাকশন স্টেটাস চেক করতে পারবেন।
advertisement
ট্রেডিং সময়ের পরিবর্তন: গত ১ জুলাই, ২০২৫ তারিখ থেকে চালু হওয়া দুই-পর্যায়ের রোলআউটে কল মানি, মার্কেট রেপো এবং ট্রাই-পার্টি রেপো (TREPs) মার্কেটের জন্য ট্রেডিংয়ের সময় বাড়ানোর কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। ১ জুলাই থেকে কল মানি মার্কেটের কাজকর্ম হয়েছিল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্যায়টি কার্যকর হচ্ছে ১ অগাস্ট, ২০২৫ তারিখ থেকে। মার্কেট রেপো এবং TREPs-এর ট্রেডিংয়ের সময় বাড়ানো হবে। নতুন টাইমিং স্থির করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।
advertisement
ক্রেডিট কার্ডের নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনছে এসবিআই: একাধিক কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে বর্তমানে যে এয়ার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স কভার কমপ্লিমেন্টারি হিসেবে প্রদান করা হয়েছে, সেগুলি আর প্রদান করা হবে না বলে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। একাধিক পার্টনার ব্যাঙ্কে ELITE এবং PRIME ভ্যারিয়েন্ট উভয় কার্ডহোল্ডারদের উপর প্রভাব ফেলবে এই পরিবর্তন।
advertisement
আর দেওয়া হবে না সুবিধা: ১ কোটি টাকার এয়ার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স,এই কার্ডগুলি ১ কোটি টাকার এয়ার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স আর প্রদান করবে না:১. UCO Bank SBI Card ELITE২. Central Bank of India SBI Card ELITE৩. PSB SBI Card ELITE৪. KVB SBI Card ELITE৫. KVB SBI Signature Card৬. Allahabad Bank SBI Card ELITE
advertisement
আর দেওয়া হবে না সুবিধা: ৫০ লক্ষ টাকার এয়ার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স:এই কার্ডগুলি ৫০ লক্ষ টাকার এয়ার অ্যাক্সিডেন্ট ইনস্যুরেন্স আর প্রদান করবে না:১. UCO Bank SBI Card PRIME২. Central Bank of India SBI Card PRIME৩. PSB SBI Card PRIME৪. KVB SBI Card PRIME৫. Karur Vysya Bank SBI Platinum Credit Card৬. South Indian Bank SBI Card PRIME৭. South Indian Bank SBI Platinum Credit Card৮. Karnataka Bank SBI Card PRIME৯. Karnataka Bank SBI Platinum Credit Card১০. City Union Bank SBI Card PRIME১১. Allahabad Bank SBI Card PRIME১২. UBI SBI Platinum Credit Card১৩. OBC SBI Visa Platinum Card১৪. Federal Bank SBI Platinum Credit Card১৫. Bank of Maharashtra SBI Platinum Credit Card (BOM SBI Platinum)
advertisement
গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন: বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। ১ অগাস্ট ২০২৫ তারিখ থেকে ১৯ কেজি বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমানো হচ্ছে। দিল্লিতে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১৬৩১ টাকা। জুলাইয়েই যা কমেছিল ৩৩.৫ টাকা। আবার কলকাতায় ৩৪.৫ টাকা কমে দাম কমে হয়েছে ১৭৩৪.৫ টাকা। আবার মুম্বইয়ে ৩৪ টাকা কমার পর দাম গিয়ে দাঁড়িয়েছে ১৫৮২ টাকায়। চেন্নাইয়ে ৩৪.৫ টাকা কমে পৌঁছে গিয়েছে ১৭৮৯ টাকায়। যদিও ১৪.২ কেজি ডোমেস্টিক LPG সিলিন্ডারের দামের ক্ষেত্রে সেই রকম কোনও পরিবর্তন আনা হয়নি।SEBI-র মিউচুয়াল ফান্ডের সংস্কারের প্রস্তাব: মিউচুয়াল ফান্ড স্কিমের শ্রেণীবিভাগ এবং যৌক্তিকীকরণের নিয়মের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সংস্কারের প্রস্তাব দিয়েছে Securities and Exchange Board of India (SEBI)। এই ড্রাফট সার্কুলারটির লক্ষ্য, বিনিয়োগকারীদের স্বচ্ছতা উন্নত করা, পোর্টফোলিও ওভারল্যাপ হ্রাস করা এবং পণ্য উদ্ভাবনকে উৎসাহিত করা।
advertisement
যদি বিদ্যমান স্কিমটি পাঁচ বছরের বেশি পুরনো হয় এবং ৫০,০০০ কোটি টাকার বেশি অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট (AUM) থাকে, তাহলেই এই প্রস্তাবিত পরিবর্তনের আওতায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি (AMCs) একই বিভাগে দ্বিতীয় স্কিম চালু করার অনুমতি পাবে। এই নতুন স্কিমটিতে আসল ফান্ডটির মতোই একই রকম বিনিয়োগের লক্ষ্য এবং অ্যাসেট অ্যালোকেশন থাকতে হবে। তবে নতুন স্কিমের আলাদা ইনফরমেশন ডকুমেন্ট থাকা আবশ্যক। সেই সঙ্গে দ্বিতীয় স্কিমটি চালু হয়ে গেলে এই বিদ্যমান স্কিমটি নতুন সাবস্ক্রিপশন গ্রহণ করা বন্ধ করে দেবে। এই ড্রাফটের বিষয়ে ৮ অগাস্ট ২০২৫ তারিখ পর্যন্ত পাবলিক ফিডব্যাক দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে SEBI।
advertisement
HDFC Tata Neu Infinity Credit Card-এ NeuCoins-এর এক্সপায়ারি নীতিতে পরিবর্তন:১ অগাস্ট ২০২৫ তারিখ থেকে HDFC Tata Neu Infinity Credit Card আয় করা NeuCoins-এর ক্ষেত্রে এক নতুন এক্সপায়ারি নীতি অনুসরণ করা হবে। ফলে প্রত্যেক মাসে আয় করা কয়েন যে মাসে ক্রেডিট হবে, তার এক বছর পর এক্সপায়ার করে যাবে। অর্থাৎ প্রতি মাসের আয়ের ক্ষেত্রে ভিন্ন এক্সপায়ারি ডেট থাকবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ৫ অগাস্ট ২০২৫ তারিখে আয় করা NeuCoins আগামী ৩১ অগাস্ট ২০২৬ তারিখ এক্সপায়ার করে যাবে। আবার ১ অগাস্ট ২০২৫ তারিখের আগে আয় করা সমস্ত NeuCoins আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখে এক্সপায়ার করে যাবে, সে সেটা যে সময়েই আয় করা হয়ে থাক না কেন! এটি আগের ব্যবস্থার থেকে পরিবর্তিত এক ব্যবস্থা। আগে আসলে কার্ড রেগুলার ব্যবহার হলে NeuCoins এক্সপায়ার করতো না।
advertisement
উৎসবের মরশুমে বুদ্ধি খাটিয়ে খরচ বাধ্যতামূলক: ভারতে সামনেই উৎসবের মরশুম আসছে। আসলে অগাস্ট মাস থেকেই ভারতে শুরু হয়ে যাচ্ছে একের পর এক উৎসব। প্রথমে রাখি বন্ধন, তারপর একে একে স্বাধীনতা দিবস, কৃষ্ণ জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থী উৎসব উদযাপিত হবে গোটা দেশ জুড়ে। আর সেই সুযোগে এই সময়ে ই-কমার্স প্ল্যাটফর্ম, রিটেল চেন এমনকী, স্থানীয় দোকানগুলি পর্যন্ত একাধিক ফেস্টিভ অফার এবং আকর্ষণীয় ডিসকাউন্ট বা ছাড় প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তাই এই সময় বুদ্ধি খাটিয়ে শপিং করা আবশ্যক। আর যাতে ঋণের ফাঁদে পড়তে না হয়, তার জন্য কিছু পন্থা অনুসরণ করা বাধ্যতামূলক।
advertisement
ঋণের ফাঁদ এড়িয়ে চলার জন্য প্রথমে কেনাকাটার খরচ সংক্রান্ত বিষয়ে একটা বাজেট তৈরি করে নিতে হবে। এরপর খরচের দিকে নজর রাখতে হবে। ঝোঁকের মাথায় যাতে কিছু কেনাকাটা না হয়ে যায়, তার জন্য গিফট-সহ কেনাকাটার বিষয়ে পরিকল্পনা তৈরি করতে হবে। এখানেই শেষ নয়, কেনাকাটার সময় রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে ভুললে চলবে না। আর পার্টনার ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে তো সোনায় সোহাগা! কারণ এতে ক্যাশব্যাক এবং ছাড় বা ডিসকাউন্টের পরিমাণটাও অনেকাংশে বেড়ে যাবে। যদিও কেনাকাটার ক্ষেত্রে কিন্তু জিরো-কস্ট এএমআই এবং বাল্ক পারচেজের প্রলোভন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই বিষয়গুলি অপ্রয়োজনীয় ঋণের ফাঁদে জর্জরিত করে তুলতে পারে গ্রাহকদের।