ATM কার্ডের পিন নম্বর ভুলে গিয়েছেন ? এবার কী তাহলে কার্ড ব্লক হয়ে যাবে ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
অতীতে এটিএম পিন ভুললে ব্যাঙ্কে ছুটতে হত, এখন এই ৪ পদ্ধতিতে নতুন আরেকটা জেনারেট করা কোনও ব্যাপারই নয়।
advertisement
১. এটিএম মেশিন থেকে - সবার প্রথমে মেশিনে কার্ডটা ইনসার্ট করতে হবে। - মেনু থেকে বেছে নিতে হবে Forgot PIN বা Regenerate ATM PIN - এবার যে স্ক্রিন আসবে, সেখানে রেজিস্টার করা মোবাইল নম্বর দিতে হবে - সেই নম্বরে ওটিপি আসবে - ওটিপি দিলে নতুন পিন দেওয়ার নির্দেশ আসবে - নতুন পিন টাইপ করে সেট করলেই আর কোনও সমস্যা নেই
advertisement
২. অনলাইনে নেটব্যাঙ্কিংয়ে - ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নেটব্যাঙ্কিং শুরু করতে হবে - কার্ড সেকশনে গিয়ে Instant PIN Generation-এর অনুরোধ জানাতে হবে - কার্ডের সব তথ্য যেমন এক্সপায়ারি ডেট, সিভিভি দিতে হবে - রেজিস্টার করা মোবাইল নম্বর দিতে হবে - সেই নম্বরে ওটিপি আসবে - ওটিপি দেওয়ার পর নতুন পিন বেছে নেওয়া যাবে
advertisement
৩. মোবাইল অ্যাপ থেকে - ব্যাঙ্কের নিজস্ব মোবাইল অ্যাপ থেকেও নতুন এটিএম পিন জেনারেট করা সম্ভব। এর জন্য সেই অ্যাপ ডাউনলোড করে ফরগট এটিএম পিন অপশনে যেতে হবে। - কার্ডের সব তথ্য যেমন এক্সপায়ারি ডেট, সিভিভি দিতে হবে - এর পর নতুন এটিএম পিন জেনারেট করে নেওয়া যাবে - অনেক ব্যাঙ্ক অবশ্য ফরগট এটিএম পিন অপশনে গ্রাহক গেলে স্ক্রিনে নম্বরটা দেখিয়ে দেয়, সেক্ষেত্রে আর নতুন নম্বর জেনারেট করার দরকার পড়বে না।
advertisement