মনে করতে পারছেন না অতীতে আধার-প্যান লিঙ্ক করা হয়েছিল ? তাহলে এখন কী করতে হবে?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
যদি অতীতে প্যান এবং আধার লিঙ্ক করা হয়ে থাকে? আর তা যদি সঠিক ভাবে মনে না করা যায়, তাহলে?
প্যান ও আধার লিঙ্কের সময়সীমা আরও একবার বাড়ানো হয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে ২০২৩ সালের ২৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার জানানো হয়েছে যে, প্যান ও আধার লিঙ্কের সময়সীমা বাড়িয়ে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে ট্যুইটারে এই নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, এই সময়সীমার মধ্যে ১০০০ টাকা দিয়ে প্যান ও আধার লিঙ্ক করা যাবে। এর মধ্যেও যাঁরা নিজেদের প্যান ও আধার লিঙ্ক করবেন না, তাঁদের প্যান কার্ড ২০২৩ সালের ১ জুলাই থেকে বন্ধ হয়ে যাবে।
advertisement
advertisement
- এর জন্য প্রথমেই ইনকাম ট্যাক্সের ই-ফাইল পোর্টালে যেতে হবে - https://www.incometax.gov.in/iec/foportal - এরপর 'Quick Links' অপশনে ক্লিক করতে হবে। এরপর সিলেক্ট করতে হবে 'Link Aadhaar Status' অপশন। - এরপর নিজেদের ১০ সংখ্যার প্যান নম্বর এবং ১২ সংখ্যার আধার নম্বর এন্টার করতে হবে। - সেখানে যদি নিজেদের আধার নম্বর দেখা যায়, তাহলে নিজেদের প্যান এবং আধার লিঙ্ক করা রয়েছে। সেটি না দেখা গেলে তখন তা লিঙ্ক করতে হবে। এক্ষেত্রে ১০০০ টাকা পেনাল্টি দিতে হবে।
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক প্যান ও আধার লিঙ্কের পেনাল্টি ফি জমা দেওয়ার উপায় - - এর জন্য প্রথমেই ইনকাম ট্যাক্সের ই-ফাইল পোর্টালের হোমপেজে যেতে হবে। সেখানে গিয়ে 'Link Aadhaar' অপশনে ক্লিক করতে হবে। - এরপর নিজেদের প্যান নম্বর এবং মোবাইল নম্বর এন্টার করতে হবে ওটিপির জন্য। - এরপর ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে ই-পে ট্যাক্স পেজে যেতে হবে। - এরপর 'Proceed' অপশনে ক্লিক করতে হবে। সেখানে আর্থিক বছর ২০২৩-২৪ সিলেক্ট করতে হবে। এরপর সেখানে 'Other Receipts (500)' সিলেক্ট করে 'Continue' অপশনে ক্লিক করতে হবে। - এরপর 'Others' অপশনে সেই অ্যামাউন্ট দেখা যাবে। সেখানে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখা না গেলে এই স্টেপ ফলো করতে হবে -
advertisement
১ - ই-পে ট্যাক্স পেজের হাইপারলিঙ্কে ক্লিক করতে হবে, NSDL-এর ওয়েবসাইট ওপেন করার জন্য। ২ - এরপর Challan No/ ITNS 280-এর মধ্যে থাকা 'Proceed' অপশনে ক্লিক করতে হবে। ৩ - এরপর ট্যাক্স অ্যাপ্লিকেবেল ০০২১ সিলেক্ট করতে করে ১০০০ টাকার পেমেন্ট টাইপ করতে হবে। ৪ - এরপর নিজেদের অন্যান্য তথ্য এন্টার করে 'Proceed' অপশনে ক্লিক করতে হবে।
advertisement