advertisement
যদি আপনার কন্যা সন্তান থাকে তাহলে আপনার জন্য ভালো স্কিম হতে পারে সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷ যেকোনও ব্যাঙ্কে বা পোস্ট অফিসে এই যোজনা শুরু করা যেতে পারে ৷ কন্যা সন্তানের বাবা-মা কিম্বা অভিভাবক এই যোজনা শুরু করতে পারেন ৷ বাচ্চাটির ১০ বছর হওয়ার আগে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দেখিয়ে এই স্কিম শুরু করা যায় ৷ Photo- Representive
advertisement
advertisement
ভালো রিটার্ন ও ট্যাক্স বাঁচানোর জন্য ভালো পলিসি কিছু থাকে ৷ ইনিসিওরেন্স সেক্ষেত্রে আপনার ইনভেসমেন্ট কার্ড হতে পারে ৷ তবে পলিসি বাছার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে ৷ আপনি দেখে নেবেন আপনি দীর্ঘ সময় বাদে যে রিটার্নটা পাচ্ছেন তা যেন অন্তত দশ গুণ হয় ৷ এদিকে একবার ইনভেস্টমেন্ট করার যে স্কিমগুলি হয় তাতে কিন্তু বিনিয়োগের সময় হোক বা টাকা পাওয়ার সময় কখনই আপনি কর ছাড় পাবেন না৷ আপনি তাই কোনও চিলড্রেন্স প্ল্যানেও ইনভেস্টমেন্ট করতে পারেন ৷ Photo- Representive
advertisement
টাকা জমানোর ভালো অপশন হতে পারে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটও ৷ এর একটা সুবিধা এতে সুকণ্যা সমৃদ্ধি যোজনা বা চিলড্রেন্স ইনসিওরেন্সের মতো দীর্ঘ সময় ধরে টাকা আটকে থাকে না ৷ আপনার যখন প্রয়োজন তখন তুলে নিতে পারেন এই টাকা ৷ কোন ট্যাক্সের ক্যাটাগরিতে পড়েন তার ওপর নির্ভর করে এই সুদের হার ৷ তবে এই ইনভেসমেন্টে টাকা যেমন লিকুইড হয় ঠিক তেমনিই টাকার ওপর সুদের হার বাকি দুটি বিনিয়োগের থেকে অনেকটা কম হয় ৷ Photo- Representive
advertisement