FD নিয়ে বড় আপডেট দিল এই ব্যাঙ্ক, ১ ডিসেম্বর থেকে লাগু নিয়ম
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Fixed Deposit Interest Rate: ফিক্সড ডিপোজিট নিরাপদ। এক সঙ্গে পুরো টাকা বিনিয়োগ করতে হয়। মেয়াদ শেষে রিটার্ন হাতে পান গ্রাহক।
advertisement
advertisement
ফিক্সড ডিপোজিট নিরাপদ হলেও সুদের হার কম। এমন অভিযোগ করেন অনেকেই। এই আবহেই এফডি-তে সুদের হার সংশোধন করল কানাড়া ব্যাঙ্ক। ১ ডিসেম্বর থেকে ৩ কোটি টাকার কম আমানতে নয়া সুদের হার লাগু হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা এখন ৪ শতাংশ থেকে ৭.৪০ শতাংশ হারে সুদ পাবেন।
advertisement
ফিক্সড ডিপোজিটে সংশোধিত সুদের হার: নয়া সুদের হার অনুযায়ী কানাড়া ব্যাঙ্কে ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৪ শতাংশ হারে সুদ মিলছে। ৪৬ দিন থেকে ৯০ দিন মেয়াদে সুদের হার ৫.২৫ শতাংশ। ৯১ দিন থেকে ১৭৯ দিন মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৫.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। আর ১৮০ দিন থেকে ২৬৯ দিন মেয়াদে ৬.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন গ্রাহক।
advertisement
৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.২৫ শতাংশ: ২৭০ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.২৫ শতাংশ সুদের হার নির্ধারিত হয়েছে। এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ৬.৮৫ শতাংশ হারে সুদ প্রযোজ্য হবে। ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে মিলছে একটু বেশি হারে সুদ মিলছে। এই মেয়াদে ৭.২৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন গ্রাহক।
advertisement
৩ থেকে ৫ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার সবচেয়ে বেশি: এক বছর থেকে শুরু করে পাঁচ বছর মেয়াদে একাধিক ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে কানাড়া ব্যাঙ্কের। সুদের হার সামান্য বেশি। যেমন এক থেকে দুই বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৮৫ শতাংশ। দুই বছর থেকে তিন বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে মিলছে ৭.৩০ শতাংশ হারে সুদ। আর তিন বছর থেকে পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ হারে সুদ দিচ্ছে কানাড়া ব্যাঙ্ক। এই মেয়াদে সুদের হার ৭.৪০ শতাংশ।









