FD Interest Rates: বয়স্কদের জন্য সুখবর ! ৪৪৪ দিনের FD-তে সর্বোচ্চ সুদ দিচ্ছে এই ৭ ব্যাঙ্ক, দেখে নিন সুদের হার

Last Updated:
Fixed Deposit Interest Rate: বয়স্কদের জন্য ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৭টি ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ সুদের হার। সুরক্ষিত ও স্থায়ী আয়ের জন্য এটি এক দুর্দান্ত সুযোগ। কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, দেখে নিন তালিকাটি এখনই।
1/8
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে মোটা রিটার্ন পাওয়া যায়। এমনটাই বলেন বিনিয়োগ বিশেষজ্ঞরা। বর্তমানে বাজারে অনেক রকমের বিনিয়োগ বিকল্প রয়েছে। তবে হ্যাঁ, এসবে ঝুঁকিও রয়েছে। তবে সরকারি স্কিম, বন্ড, ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের মতো বিনিয়োগে অবশ্য গ্যারান্টিযুক্ত রিটার্ন পাওয়া যায়। এই সব ক্ষেত্রে ঝুঁকির কোনও প্রশ্ন নেই।
advertisement
2/8
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
এবার ব্যাঙ্ক ডিপোজিট স্কিমের কথা যদি ওঠে, সবার আগে বেশিরভাগ ব্যক্তিরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ। এর মধ্যে ভুল কিছু নেই। বর্তমানে ব্যাঙ্কগুলো ফিক্সড ডিপোজিটে বেশ ভাল হারে সুদ অফার করছে। এবার যদি সিনিয়র সিটিজেনের কথা ধরা হয়, তাঁদের ক্ষেত্রে সুদের হার সাধারণ নাগরিকের তুলনায় ফিক্সড ডিপোজিটে বেশিই হয়। কেউ চাইলে পরিবারের প্রবীণ সদস্যের নামেও ফিক্সড ডিপোজিট করতে পারেন ব্যাঙ্কে।
advertisement
3/8
ক্রমবর্ধমান সুদের হারের মধ্যে ব্যাঙ্কগুলি আবারও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীদের খুশি করার সুযোগ এনেছে। দেশের সাতটি প্রধান ব্যাঙ্ক - SBI, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, IDBI ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে। এই সমস্ত ব্যাঙ্ক ৪৪৪ দিনের একটি বিশেষ FD স্কিম অফার করছে, যার সুদের হার ৬.৬০% থেকে ৭.৬০% পর্যন্ত।
ক্রমবর্ধমান সুদের হারের মধ্যে ব্যাঙ্কগুলি আবারও ফিক্সড ডিপোজিটে বিনিয়োগকারীদের খুশি করার সুযোগ এনেছে। দেশের সাতটি প্রধান ব্যাঙ্ক - SBI, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, IDBI ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে এসেছে। এই সমস্ত ব্যাঙ্ক ৪৪৪ দিনের একটি বিশেষ FD স্কিম অফার করছে, যার সুদের হার ৬.৬০% থেকে ৭.৬০% পর্যন্ত।
advertisement
4/8
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য অমৃত বৃষ্টি নামে একটি বিশেষ FD স্কিম পরিচালনা করে, যার মেয়াদ ৪৪৪ দিন। এতে, সাধারণ নাগরিক ৬.৮৫ শতাংশ হারে সুদ পায়। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ এবং ০.৬০ শতাংশ অতিরিক্ত সুদের সুবিধা পান।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য অমৃত বৃষ্টি নামে একটি বিশেষ FD স্কিম পরিচালনা করে, যার মেয়াদ ৪৪৪ দিন। এতে, সাধারণ নাগরিক ৬.৮৫ শতাংশ হারে সুদ পায়। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ এবং ০.৬০ শতাংশ অতিরিক্ত সুদের সুবিধা পান।
advertisement
5/8
ব্যাঙ্ক অফ বরোদা -ব্যাঙ্ক অফ বরোদা (BoB) তার গ্রাহকদের জন্য বব স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম নামে একটি ৪৪৪ দিনের এফডি পরিচালনা করে, যেখানে সাধারণ নাগরিক ৭ শতাংশ হারে সুদ পায়। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ এবং অতিরিক্ত ০.৬০ শতাংশ সুদের সুবিধা পান।
ব্যাঙ্ক অফ বরোদা -
ব্যাঙ্ক অফ বরোদা (BoB) তার গ্রাহকদের জন্য বব স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম নামে একটি ৪৪৪ দিনের এফডি পরিচালনা করে, যেখানে সাধারণ নাগরিক ৭ শতাংশ হারে সুদ পায়। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ এবং অতিরিক্ত ০.৬০ শতাংশ সুদের সুবিধা পান।
advertisement
6/8
কানাড়া ব্যাঙ্ক -কানাড়া ব্যাঙ্কের গ্রাহকরা ৪৪৪ দিনের এফডিতে ৬.৬০ শতাংশ সুদ পায়। সিনিয়র সিটিজেনরা এই এফডি স্কিমে ৭.১০ শতাংশ সুদ পান।

ইন্ডিয়ান ব্যাঙ্ক -

ইন্ডিয়ান ব্যাঙ্কের গ্রাহকরা ৪৪৪ দিনের এফডি স্কিমে ৬.৯০ শতাংশ সুদ পায়। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা যথাক্রমে ৭.৪০ শতাংশ এবং ৭.৬৫ শতাংশ সুদ পান।
কানাড়া ব্যাঙ্ক -
কানাড়া ব্যাঙ্কের গ্রাহকরা ৪৪৪ দিনের এফডিতে ৬.৬০ শতাংশ সুদ পায়। সিনিয়র সিটিজেনরা এই এফডি স্কিমে ৭.১০ শতাংশ সুদ পান।
ইন্ডিয়ান ব্যাঙ্ক -
ইন্ডিয়ান ব্যাঙ্কের গ্রাহকরা ৪৪৪ দিনের এফডি স্কিমে ৬.৯০ শতাংশ সুদ পায়। সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা যথাক্রমে ৭.৪০ শতাংশ এবং ৭.৬৫ শতাংশ সুদ পান।
advertisement
7/8
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা ৪৪৪ দিনের এফডি প্ল্যানে ৭ শতাংশ সুদ পায়। একই সঙ্গে সিনিয়র সিটিজেনরা ৭.৬০ শতাংশ সুদ পান।

আইডিবিআই ব্যাঙ্ক -

আইডিবিআই গ্রাহকরা ৪৪৪ দিনের এফডি প্ল্যানে ৭.১ শতাংশ সুদ পায়। একই সঙ্গে সিনিয়র সিটিজেনরা ৭.৫০ শতাংশ সুদ পান।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা ৪৪৪ দিনের এফডি প্ল্যানে ৭ শতাংশ সুদ পায়। একই সঙ্গে সিনিয়র সিটিজেনরা ৭.৬০ শতাংশ সুদ পান।
আইডিবিআই ব্যাঙ্ক -
আইডিবিআই গ্রাহকরা ৪৪৪ দিনের এফডি প্ল্যানে ৭.১ শতাংশ সুদ পায়। একই সঙ্গে সিনিয়র সিটিজেনরা ৭.৫০ শতাংশ সুদ পান।
advertisement
8/8
ফেডারেল ব্যাঙ্ক -ফেডারেল ব্যাঙ্কের গ্রাহকরা ৪৪৪ দিনের এফডিতে ৭ শতাংশ সুদ পায়। সিনিয়র সিটিজেনরা এই এফডি স্কিমে ৭.৫০ শতাংশ সুদ পান।
ফেডারেল ব্যাঙ্ক -
ফেডারেল ব্যাঙ্কের গ্রাহকরা ৪৪৪ দিনের এফডিতে ৭ শতাংশ সুদ পায়। সিনিয়র সিটিজেনরা এই এফডি স্কিমে ৭.৫০ শতাংশ সুদ পান।
advertisement
advertisement
advertisement