জেনে নিন প্যান কার্ড সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নিয়ম, না হলে দিতে হবে জরিমানা
Last Updated:
নিয়ম অনুযায়ী, কোনও ফর্ম ফিল আপের সময়প্যান নম্বর ভুল দিয়ে দিলে ১০০০০ টাকার জরিমানা দিতে হতে পারে ৷
ইনকাম ট্যাক্সের পাশাপাশি বড় অ্যামাউন্টের লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত জরুরি ৷ তবে একাধিকবার দেখা গিয়েছে যে ফর্ম ফিল আপ করার সময় প্যান নম্বর ভুল দিয়ে দেন অনেকেই ৷ নিয়ম অনুযায়ী, কোনও ফর্ণ ফিল আপের সময়প্যান নম্বর ভুল দিয়ে দিলে ১০০০০ টাকার জরিমানা দিতে হতে পারে ৷ ফলে প্যান নম্বর দেওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ এর সেকশন ২৭২বি অনুযায়ী, ভুল প্যান নম্বর দেওয়ার জন্য আয়কর বিভাগ ১০০০০ টাকার জরিমানা নিতে পারে ৷
advertisement
advertisement
advertisement