মধ্যবিত্তের কাছে টাকা জমানোর জন্য FDকে সবচেয়ে সুরক্ষিত মানা হয় ৷ নির্দিষ্ট সময় গ্যারেন্টেড রিটার্ন পাওয়া যায় ৷ যারা হাই রিস্ক স্কিমে ডিপোজিটে ইনভেস্ট করতে ভয় পায় তাদের জন্য ফিক্সড ডিপোজিট সবচেয়ে সুরক্ষিত মনে করা হয় ৷ এছাড়া এফডি করলে কর ছাড়ও পাওয়া যায় ৷ আর এই কারণেই এসবিআই ফিক্সড ডিপোজিটের জন্য গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য ৷ এবার ব্যাঙ্কে না গিয়েও গ্রাহকেরা এটিএম থেকেও পাবেন FD-এর বিশেষ সুবিধা ৷
ফিক্সড ডিপোজিট স্কিমে ব্যাঙ্কে সঞ্চয়ের লক্ষ্যে মানুষ টাকা জমালেও, অনিশ্চিত জীবনে বিপদের সম্মুখীন হয়ে অনেক জরুরি সময়েই প্রয়োজন হয় বড় অঙ্কের নগদ টাকা ৷ তখন এফডি ভাঙা ছাড়া আর উপায় থাকে না ৷ কিন্তু ব্যাঙ্কে গিয়ে ফিক্সড ডিপোজিট ভেঙে টাকা তোলা বেশ বড় প্রক্রিয়া ও সমস্যা ৷ এবার এই মুশকিল আসান করতে পারে SBI এটিএম ৷