Bank Fixed Deposit: ৩১ মার্চের আগে এই ব্যাঙ্কে FD করুন, দু’হাত ভরে রিটার্ন মিলবে

Last Updated:
Bank Fixed Deposit: স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিমে সুপার সিনিয়র সিটিজেনদের ৮.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। তবে সীমিত সময়ের জন্যই এই সুবিধা মিলবে।
1/5
কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট। এতে শুধু টাকাই নিরাপদ থাকে তাই নয়, নির্দিষ্ট সময় শেষে নিশ্চিত রিটার্নও মেলে। এবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (SBI) বিশেষ এফডি স্কিম নিয়ে এসেছে, যেখানে বিনিয়োগকারীরা আকর্ষণীয় সুদের হারে লাভবান হতে পারবেন। এই তালিকায় আইডিবিআই (IDBI) ব্যাংকও রয়েছে।
কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হলো ফিক্সড ডিপোজিট। এতে শুধু টাকাই নিরাপদ থাকে তাই নয়, নির্দিষ্ট সময় শেষে নিশ্চিত রিটার্নও মেলে। এবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই (SBI) বিশেষ এফডি স্কিম নিয়ে এসেছে, যেখানে বিনিয়োগকারীরা আকর্ষণীয় সুদের হারে লাভবান হতে পারবেন। এই তালিকায় আইডিবিআই (IDBI) ব্যাংকও রয়েছে।
advertisement
2/5
SBI অমৃত বৃষ্টি স্কিমমেয়াদ: ৪৪৪ দিন

সুদের হার: সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ।

বিনিয়োগের সীমা: ৩ কোটি টাকার কম ঘরোয়া রিটেল টার্ম ডিপোজিট এবং NRI রুপিতে টার্ম ডিপোজিট-এর ক্ষেত্রে প্রযোজ্য।

সময়ের আগে টাকা তুললে: ৫ লাখ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ০.৫০ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১ শতাংশ হারে জরিমানা দিতে হবে।

কোথায় পাওয়া যাবে? SBI-র শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং (INB), এবং YONO অ্যাপের মাধ্যমে অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করা যাবে।
SBI অমৃত বৃষ্টি স্কিমমেয়াদ: ৪৪৪ দিনসুদের হার: সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৭৫ শতাংশ।বিনিয়োগের সীমা: ৩ কোটি টাকার কম ঘরোয়া রিটেল টার্ম ডিপোজিট এবং NRI রুপিতে টার্ম ডিপোজিট-এর ক্ষেত্রে প্রযোজ্য।সময়ের আগে টাকা তুললে: ৫ লাখ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ০.৫০ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে ১ শতাংশ হারে জরিমানা দিতে হবে।কোথায় পাওয়া যাবে? SBI-র শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং (INB), এবং YONO অ্যাপের মাধ্যমে অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করা যাবে।
advertisement
3/5
SBI অমৃত কলস স্কিমমেয়াদ: ৪০০ দিন।

সুদের হার: সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭.১০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ।

বিনিয়োগের সীমা: ২ কোটি টাকার কম ঘরোয়া রিটেল টার্ম ডিপোজিট এবং NRI রুপিতে টার্ম ডিপোজিট-এর ক্ষেত্রে প্রযোজ্য।

সুদ পরিশোধ: মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, অথবা মেয়াদপূর্তির সময়।

কোথায় পাওয়া যাবে? SBI-র শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং (INB), এবং YONO অ্যাপের মাধ্যমে অমৃত কলস স্কিমে বিনিয়োগ করা যাবে।
SBI অমৃত কলস স্কিমমেয়াদ: ৪০০ দিন।সুদের হার: সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭.১০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬০ শতাংশ।বিনিয়োগের সীমা: ২ কোটি টাকার কম ঘরোয়া রিটেল টার্ম ডিপোজিট এবং NRI রুপিতে টার্ম ডিপোজিট-এর ক্ষেত্রে প্রযোজ্য।সুদ পরিশোধ: মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, অথবা মেয়াদপূর্তির সময়।কোথায় পাওয়া যাবে? SBI-র শাখা, ইন্টারনেট ব্যাঙ্কিং (INB), এবং YONO অ্যাপের মাধ্যমে অমৃত কলস স্কিমে বিনিয়োগ করা যাবে।
advertisement
4/5
IDBI ব্যাঙ্ক উৎসব কলেবল FDমেয়াদ: ৫৫৫ দিন (অন্যান্য বিকল্প: ৩০০, ৩৭৫, ৪৪৪, এবং ৭০০ দিন)।

সুদের হার: সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৮.০৫ শতাংশ, অন্যান্য মেয়াদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭.০৫ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ পর্যন্ত।
IDBI ব্যাঙ্ক উৎসব কলেবল FDমেয়াদ: ৫৫৫ দিন (অন্যান্য বিকল্প: ৩০০, ৩৭৫, ৪৪৪, এবং ৭০০ দিন)।সুদের হার: সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৮.০৫ শতাংশ, অন্যান্য মেয়াদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৭.০৫ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ পর্যন্ত।
advertisement
5/5
সময় আগে টাকা তোলা: অনুমোদিতবিনিয়োগের শেষ দিন: ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।

ছোট-বড় বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে বিনিয়োগের এমন সুযোগ মিলবে না। সবচেয়ে বড় কথা, সুদ বেশি পাওয়া যাচ্ছে। মানে রিটার্নও বেশি মিলবে। তাছাড়া অনলাইনে বিনিয়োগও করা যাবে। তাই উচ্চ সুদের হারে বিনিয়োগ করতে চাইলে এই স্কিমগুলো আদর্শ।
সময় আগে টাকা তোলা: অনুমোদিতবিনিয়োগের শেষ দিন: ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত।ছোট-বড় বিনিয়োগকারীদের জন্য সহজ শর্তে বিনিয়োগের এমন সুযোগ মিলবে না। সবচেয়ে বড় কথা, সুদ বেশি পাওয়া যাচ্ছে। মানে রিটার্নও বেশি মিলবে। তাছাড়া অনলাইনে বিনিয়োগও করা যাবে। তাই উচ্চ সুদের হারে বিনিয়োগ করতে চাইলে এই স্কিমগুলো আদর্শ।
advertisement
advertisement
advertisement