EPFO Interest Rate: ৬.৫ কোটিরও বেশি সাবস্ক্রাইবারের জন্য হোলি ধামাকা, ১২ মার্চ বাড়তে পারে সুদ

Last Updated:
কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারি কর্মচারি ভবিষ্য নিধি সংগঠন (EPFO) উপভোক্তাদের দোলে বিশেষ উপহার দিতে পারে৷
1/5
#নয়াদিল্লি: কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারি কর্মচারি ভবিষ্য নিধি সংগঠন (EPFO) উপভোক্তাদের দোলে বিশেষ উপহার দিতে পারে৷ সরকার পিএফ-এ সুদের হার বাড়াতে পারে৷ আসলে ইপিএফও -তে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) বৈঠকে ১২ মার্চ ২০২২ গুয়াহাটিতে হবে৷ এতে সুদের হার নিয়ে চর্চা হবে৷
#নয়াদিল্লি: কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে সরকারি কর্মচারি ভবিষ্য নিধি সংগঠন (EPFO) উপভোক্তাদের দোলে বিশেষ উপহার দিতে পারে৷ সরকার পিএফ-এ সুদের হার বাড়াতে পারে৷ আসলে ইপিএফও -তে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি (CBT) বৈঠকে ১২ মার্চ ২০২২ গুয়াহাটিতে হবে৷ এতে সুদের হার নিয়ে চর্চা হবে৷
advertisement
2/5
সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি বৈঠক হবে , বর্তমান অর্থবর্ষের জন্য সুদের হার স্থির করা হবে৷ এরপরে এই প্রস্তাব কেন্দ্রীয় বিত্তমন্ত্রককে পাঠানো হবে৷ এই সুদের হারে এরপর শেষ সিলমোহর পড়বে৷ সূত্রের মত অনুযায়ি  সিবিটি বেশ কিছু সদস্য সুদের হার বাড়ানোর পক্ষে সওয়াল করছেন৷
সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি বৈঠক হবে , বর্তমান অর্থবর্ষের জন্য সুদের হার স্থির করা হবে৷ এরপরে এই প্রস্তাব কেন্দ্রীয় বিত্তমন্ত্রককে পাঠানো হবে৷ এই সুদের হারে এরপর শেষ সিলমোহর পড়বে৷ সূত্রের মত অনুযায়ি সিবিটি বেশ কিছু সদস্য সুদের হার বাড়ানোর পক্ষে সওয়াল করছেন৷
advertisement
3/5
মুশকিলে ভরা বর্তমান আর্থিক বর্ষ  বর্তমান আর্থিক বর্ষে ইপিএফও খুবই মুশকিল ছিল৷ এরপরেও বর্তমান অর্থবর্ষে ৮.৫ শতাংশ সুদ দিয়েছে৷ নিজের ইক্যুয়িটি নিবেশে অংশ নিতে পারবে৷ বিকল্প কম হওয়ার কারণে বন্ডে বিনিয়োগ করার কম হয়েছে৷ পুঁজি নিবেশ হয়নি৷ ইপিএফও ইক্যুয়িটির সঙ্গে ডেটে বিনিয়োগ করে৷ ইপিএফও -র ফাইনান্স ইনভেস্টমেন্ট এবং অডিট কমিটি নিজের সুপারিশ সিবিটিকে পাঠিয়ে দেবে৷
মুশকিলে ভরা বর্তমান আর্থিক বর্ষ বর্তমান আর্থিক বর্ষে ইপিএফও খুবই মুশকিল ছিল৷ এরপরেও বর্তমান অর্থবর্ষে ৮.৫ শতাংশ সুদ দিয়েছে৷ নিজের ইক্যুয়িটি নিবেশে অংশ নিতে পারবে৷ বিকল্প কম হওয়ার কারণে বন্ডে বিনিয়োগ করার কম হয়েছে৷ পুঁজি নিবেশ হয়নি৷ ইপিএফও ইক্যুয়িটির সঙ্গে ডেটে বিনিয়োগ করে৷ ইপিএফও -র ফাইনান্স ইনভেস্টমেন্ট এবং অডিট কমিটি নিজের সুপারিশ সিবিটিকে পাঠিয়ে দেবে৷
advertisement
4/5
২০১৫-১৬ সবচেয়ে বেশি সুদের হার  ইপিএফও আর্থিক বর্ষ ২০২০-২১ নিজের উপভোক্তাদের ৮.৫ সুদের  হারে দিয়েছে৷ এখন বেতনভোগী সকল কর্মচারীদের নজর থাকবে এই বৈঠকের ওপর৷ এই  বৈঠকের পরেই বর্তমান অর্থবর্ষের সুদের ঘোষণা হবে৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর মতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে পিএফের সুদের হার নিয়ে কথা হবে৷
২০১৫-১৬ সবচেয়ে বেশি সুদের হার ইপিএফও আর্থিক বর্ষ ২০২০-২১ নিজের উপভোক্তাদের ৮.৫ সুদের হারে দিয়েছে৷ এখন বেতনভোগী সকল কর্মচারীদের নজর থাকবে এই বৈঠকের ওপর৷ এই বৈঠকের পরেই বর্তমান অর্থবর্ষের সুদের ঘোষণা হবে৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর মতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে পিএফের সুদের হার নিয়ে কথা হবে৷
advertisement
5/5
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডই৷ আশা করা হচ্ছে এই সুদের হার বাড়ার সম্ভবনা রয়েছে৷ .
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডই৷ আশা করা হচ্ছে এই সুদের হার বাড়ার সম্ভবনা রয়েছে৷ .
advertisement
advertisement
advertisement