EPFO Interest After Retirement: অবসর গ্রহণের পরেও কি EPF-এ সুদ দেওয়া হবে? জেনে নিন নিয়ম কী বলে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
EPFO Interest After Retirement: এমনকি যদি কেউ ৫৫ বছর বয়সের পরে বা অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন, তবুও তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য সুদ পেতে পারেন।
কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) তার সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করে, যাতে মানুষ সহজেই এর সুবিধা নিতে পারে। ব্যালেন্স চেক করা থেকে শুরু করে অ্যাকাউন্ট ট্রান্সফার করা পর্যন্ত সমস্ত সুবিধা EPFO দ্বারা প্রদান করা হয়। অবসর গ্রহণের পর কর্মচারীরা একটি নির্দিষ্ট পেনশনও পান। এর জন্য চাকরির সময় ব্যক্তির বেতনের একটি অংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা করা হয়।
advertisement
advertisement
প্রতি মাসে মূল বেতনের ১২ শতাংশ EPFO-তে জমা দিতে হবে। এর মধ্যে ৮.৩ শতাংশ পিএফ অ্যাকাউন্টে এবং ৩.৬৭ শতাংশ ইপিএফ স্কিমে জমা হয়। ইপিএফ স্কিমে জমা হওয়া অর্থ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে পেনশন হিসেবে দেওয়া হয়। ৫০ বছর বয়সের পরে ইপিএফ অ্যাকাউন্টধারী পেনশন দাবি করতে পারেন। যদি কোনও ব্যক্তি ৫৮ বছর বয়সের আগে পেনশন দাবি করেন, তাহলে প্রতি বছর ৪ শতাংশ হারে তা দেওয়া হবে। অবসর গ্রহণের পর ইপিএফ তহবিলে জমা হওয়া পরিমাণের ৭৫ শতাংশ এককালীনভাবে পাওয়া যায়। প্রতি মাসে ২৫ শতাংশ অর্থ পেনশন হিসেবে পাওয়া যায়।
advertisement
অবসর গ্রহণের পর কতক্ষণ সুদ পাওয়া যায় -
নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মচারী ৫৫ বছর বয়স অর্জনের পরে এবং ৫৮ বছর বয়স অর্জনের আগে অথবা অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন, তাহলে পরবর্তী ৩ বছর ধরে সেই চাকরির সঙ্গে সম্পর্কিত পিএফ অ্যাকাউন্টে সুদ প্রদান অব্যাহত থাকবে- অ্যাকাউন্টে কোনও অবদান থাকুক বা না থাকুক। আবার, যদি কোনও কর্মচারী ৩ বছর অর্থাৎ ৩৬ মাসের মধ্যে পিএফ থেকে তাঁর টাকা না তোলেন, তাহলে ইপিএফ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায়। এই ধরনের EPF অ্যাকাউন্টে কোনও সুদ দেওয়া হয় না।
নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মচারী ৫৫ বছর বয়স অর্জনের পরে এবং ৫৮ বছর বয়স অর্জনের আগে অথবা অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন, তাহলে পরবর্তী ৩ বছর ধরে সেই চাকরির সঙ্গে সম্পর্কিত পিএফ অ্যাকাউন্টে সুদ প্রদান অব্যাহত থাকবে- অ্যাকাউন্টে কোনও অবদান থাকুক বা না থাকুক। আবার, যদি কোনও কর্মচারী ৩ বছর অর্থাৎ ৩৬ মাসের মধ্যে পিএফ থেকে তাঁর টাকা না তোলেন, তাহলে ইপিএফ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যায়। এই ধরনের EPF অ্যাকাউন্টে কোনও সুদ দেওয়া হয় না।
advertisement