EPFO Balance: EPFO অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে? ঘরে বসে এই ৪ পদ্ধতিতে সহজেই দেখে নিন

Last Updated:
EPFO Balance: চাকরিজীবীদের বেতনের একটা অংশ আগেই কেটে নেওয়া হয়। সেটা জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে। কোম্পানিও সমপরিমাণ অর্থ জমা দেয়।
1/7
২০২৪-২৫ অর্থবর্ষে ইপিএফও অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদের হার নির্ধারণ করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি পিএফ অ্যাকাউন্ট হোল্ডার। তাছাড়া খুব শীঘ্রই ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার সুবিধাও চালু হতে চলেছে।
২০২৪-২৫ অর্থবর্ষে ইপিএফও অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদের হার নির্ধারণ করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন প্রায় ৭ কোটি পিএফ অ্যাকাউন্ট হোল্ডার। তাছাড়া খুব শীঘ্রই ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার সুবিধাও চালু হতে চলেছে।
advertisement
2/7
চাকরিজীবীদের বেতনের একটা অংশ আগেই কেটে নেওয়া হয়। সেটা জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে। কোম্পানিও সমপরিমাণ অর্থ জমা দেয়। অনেকেই রিটায়ারমেন্টের পর এই টাকা তোলেন। তবে জরুরি প্রয়োজনেও ব্যবহার করা যায়। সোজা কথায়, প্রভিডেন্ট ফান্ড হল কর্মীর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সঞ্চয়।
চাকরিজীবীদের বেতনের একটা অংশ আগেই কেটে নেওয়া হয়। সেটা জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে। কোম্পানিও সমপরিমাণ অর্থ জমা দেয়। অনেকেই রিটায়ারমেন্টের পর এই টাকা তোলেন। তবে জরুরি প্রয়োজনেও ব্যবহার করা যায়। সোজা কথায়, প্রভিডেন্ট ফান্ড হল কর্মীর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সঞ্চয়।
advertisement
3/7
কিন্তু ঠিক সেই সময়ে সেই টাকা জমা পড়ছে কি না তা বোঝা যাবে কী করে? পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমেছে, সেটা দেখারই বা উপায় কী? অনেকেই এটা জানেন না। তবে ঘরে বসে খুব সহজেই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নেওয়া যায়। কীভাবে?
কিন্তু ঠিক সেই সময়ে সেই টাকা জমা পড়ছে কি না তা বোঝা যাবে কী করে? পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমেছে, সেটা দেখারই বা উপায় কী? অনেকেই এটা জানেন না। তবে ঘরে বসে খুব সহজেই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে নেওয়া যায়। কীভাবে?
advertisement
4/7
ইপিএফও-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে: প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ‘Our Services’ বিভাগে গিয়ে ক্লিক করতে হবে ‘For Employees’ অপশনে। ‘Member Passbook’ অপশন চলে আসবে। এখানে ক্লিক করে UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর অ্যাকাউন্ট হোল্ডার তাঁর PF পাসবুক দেখতে পারবেন। সেখানে ব্যালেন্স ও জমার বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে।
ইপিএফও-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে: প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ‘Our Services’ বিভাগে গিয়ে ক্লিক করতে হবে ‘For Employees’ অপশনে। ‘Member Passbook’ অপশন চলে আসবে। এখানে ক্লিক করে UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর অ্যাকাউন্ট হোল্ডার তাঁর PF পাসবুক দেখতে পারবেন। সেখানে ব্যালেন্স ও জমার বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে।
advertisement
5/7
এসএমএস-এর মাধ্যমে: UAN নম্বর অ্যাকটিভ থাকলে এসএমএস করেই পিএফ ব্যালান্স দেখে নেওয়া যায়। নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘EPFOHO UAN’ টাইপ করে 7738299899 নম্বরে এসএমএস পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যেই পিএফ ব্যালেন্সের যাবতীয় তথ্য সহ এসএমএস চলে আসবে।
এসএমএস-এর মাধ্যমে: UAN নম্বর অ্যাকটিভ থাকলে এসএমএস করেই পিএফ ব্যালান্স দেখে নেওয়া যায়। নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ‘EPFOHO UAN’ টাইপ করে 7738299899 নম্বরে এসএমএস পাঠাতে হবে। কিছুক্ষণের মধ্যেই পিএফ ব্যালেন্সের যাবতীয় তথ্য সহ এসএমএস চলে আসবে।
advertisement
6/7
মিসড কল দিয়ে ব্যালান্স চেক: EPFO মিসড কল সার্ভিসও চালু করেছে। নির্দিষ্ট নম্বরে মিসড কল দিয়েও সহজে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জেনে নেওয়া যায়। এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের পিএফ ব্যালেন্স সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে মোবাইলে চলে আসবে।
মিসড কল দিয়ে ব্যালান্স চেক: EPFO মিসড কল সার্ভিসও চালু করেছে। নির্দিষ্ট নম্বরে মিসড কল দিয়েও সহজে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জেনে নেওয়া যায়। এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের পিএফ ব্যালেন্স সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে মোবাইলে চলে আসবে।
advertisement
7/7
UMANG অ্যাপের মাধ্যমে: প্রথমে UMANG অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর যেতে হবে ‘EPFO’ অপশনে। এতে ক্লিক করলেই ‘Employee-Centric Services’ অপশন চলে আসবে। এবার এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের UAN নম্বর ও OTP দিয়ে লগইন করতে হবে গ্রাহককে। এখানে তিনি পিএফ ব্যালান্স সহ অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে পারবেন।
UMANG অ্যাপের মাধ্যমে: প্রথমে UMANG অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর যেতে হবে ‘EPFO’ অপশনে। এতে ক্লিক করলেই ‘Employee-Centric Services’ অপশন চলে আসবে। এবার এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের UAN নম্বর ও OTP দিয়ে লগইন করতে হবে গ্রাহককে। এখানে তিনি পিএফ ব্যালান্স সহ অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement