EPFO Balance: EPFO অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে? ঘরে বসে এই ৪ পদ্ধতিতে সহজেই দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
EPFO Balance: চাকরিজীবীদের বেতনের একটা অংশ আগেই কেটে নেওয়া হয়। সেটা জমা পড়ে পিএফ অ্যাকাউন্টে। কোম্পানিও সমপরিমাণ অর্থ জমা দেয়।
advertisement
advertisement
advertisement
ইপিএফও-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে: প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর ‘Our Services’ বিভাগে গিয়ে ক্লিক করতে হবে ‘For Employees’ অপশনে। ‘Member Passbook’ অপশন চলে আসবে। এখানে ক্লিক করে UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর অ্যাকাউন্ট হোল্ডার তাঁর PF পাসবুক দেখতে পারবেন। সেখানে ব্যালেন্স ও জমার বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে।
advertisement
advertisement
মিসড কল দিয়ে ব্যালান্স চেক: EPFO মিসড কল সার্ভিসও চালু করেছে। নির্দিষ্ট নম্বরে মিসড কল দিয়েও সহজে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স জেনে নেওয়া যায়। এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের পিএফ ব্যালেন্স সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে মোবাইলে চলে আসবে।
advertisement
UMANG অ্যাপের মাধ্যমে: প্রথমে UMANG অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর যেতে হবে ‘EPFO’ অপশনে। এতে ক্লিক করলেই ‘Employee-Centric Services’ অপশন চলে আসবে। এবার এই অপশনে ক্লিক করতে হবে। তারপর নিজের UAN নম্বর ও OTP দিয়ে লগইন করতে হবে গ্রাহককে। এখানে তিনি পিএফ ব্যালান্স সহ অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে পারবেন।