PF অ্যাকাউন্টে কবে ঢুকবে সুদের টাকা? অবশেষে জানাল EPFO, দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
২০২৩-২৪ অর্থবছরের সুদের টাকা এখনও জমা পড়েনি। এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এক কর্মী। তার জবাবে কবে সুদ জমা পড়বে তা জানিয়েছে ইপিএফও।
এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ডে কবে ঢুকবে সুদ? এর উত্তরের অপেক্ষায় রয়েছেন কয়েক লক্ষ চাকরিজীবী। সরকার প্রতি মাসে পিএফের জন্য কর্মচারীদের বেতন থেকে কেটে নেওয়া অর্থের উপর বার্ষিক সুদ দেয়। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরের সুদের টাকা এখনও জমা পড়েনি। এই বিষয়ে প্রশ্ন করেছিলেন এক কর্মী। তার জবাবে কবে সুদ জমা পড়বে তা জানিয়েছে ইপিএফও।
advertisement
advertisement
advertisement
ইপিএফের সুদ নিয়ে দীর্ঘসময় ধরে টালবাহানা চলছে। ইপিএফও এই কথা আগেও বলেছে। তাই সুদ কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, সুদ জমা হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। যাইহোক, ইপিএফের সুদের টাকা ঢুকেছে কি না, অনলাইনেই দেখে নেওয়া যায়। গ্রাহক ইপিএফও-র দেওয়া পাসবুক দেখতে পারেন। এছাড়া ইপিএফও পোর্টাল, মিসড কল, উমঙ্গ অ্যাপ এবং এসএমএসের মাধ্যমেও জেনে নিতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement