EPF Calculation: প্রতি মাসে তো বেতন থেকে EPF কাটছে, কিন্তু কত টাকা পাওয়া যাবে? সহজ কথায় বুঝে নিন গোটা প্রক্রিয়াটি
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
EPF Calculation: এটা আসলে সরকারি সেভিং স্কিম। যা অবসরের পরেও চাকরিজীবীদের অর্থনৈতিক ভাবে মজবুত রাখবে।
advertisement
advertisement
ইপিএফ স্কিম:চাকরি জীবন শুরু হওয়ার পর থেকে প্রতি মাসে চাকরিজীবীর বেতনের একটা ছোট্ট অংশ কেটে নেওয়া হয়। যা ইপিএফ নামে পরিচিত। শুধু তা-ই নয়, নিয়োগকারী সংস্থাও একই পরিমাণ অর্থ ইপিএফ-এ রাখে। এর উপর প্রতি বছর ভাল পরিমাণ সুদ পাওয়া যায়। তাই অবসর নেওয়ার পরে লাম্পসাম অ্যামাউন্ট পেয়ে যান চাকরিজীবী। সেই টাকার উপর কত পরিমাণ সুদ পাওয়া যায়। সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
২০২৫ সালে ইপিএফ-এ কত পরিমাণ সুদ পাওয়া যায়?প্রতি বছর সুদের হার নির্ধারণ করে সরকার। এই সময় অর্থাৎ ২০২৪-২৫ সালের জন্য এই হার রাখা হয়েছে ৮.২৫ শতাংশ। তাই ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে টাকা ডিপোজিট করার উপর এই সুদ প্রযোজ্য হবে। সুদ প্রতি মাসে হিসাব করা হয়। কিন্তু সেটা মেলে বছরের একেবারে শেষে অর্থাৎ ৩১ মার্চ তারিখে।
advertisement
ইপিএফ ইন্টারেস্টের উপর কখন ট্যাক্স আরোপ করা হয়?ইপিএফ-এর সবথেকে বড় সুবিধা হল, এটা একটা ট্যাক্স সেভিং স্কিম। কিন্তু এক্ষেত্রে কিছু সীমা বা লিমিট থাকে। যদি কারও বার্ষিক ইপিএফ অবদান আড়াল লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তাহলে অতিরিক্ত টাকার উপর গৃহীত সুদ করযোগ্য হয়। আড়াই লক্ষ টাকা পর্যন্ত অবদানের উপর প্রাপ্ত সুদ ট্যাক্স-ফ্রি। টানা ৫ বছর ধরে ইপিএফ-এ বিনিয়োগ করার পর কিছু অংশ তুলে নিলে ট্যাক্স বা কর আরোপ করা হবে না।
advertisement
advertisement
advertisement