Earn Money: টাকা রোজগারে থাকবে না কোনও সীমা, এই লেবু পুষ্টির খনি, ঠাসা গুণে ভরা চাষ করুন এই ফল

Last Updated:
Earn Money: আর দার্জিলিং নয়, সমতলেও মাল্টা লেবু চাষে হতে পারেন স্বনির্ভর, দার্জিলিং নয়, সমতলেও মাল্টা লেবু চাষে হতে পারেন স্বনির্ভর।একসময়ে কমলা লেবু বলতে শুধু দার্জিলিংকে বোঝানো হত। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে পাহাড়ের কমলা এখন সমতল ভূমিতে নেমে এসেছে।
1/4
উত্তর ২৪ পরগনা : আর দার্জিলিং নয়, সমতলেও মাল্টা লেবু চাষে হতে পারেন স্বনির্ভর।একসময়ে কমলা লেবু বলতে শুধু দার্জিলিংকে বোঝানো হত। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে পাহাড়ের কমলা এখন সমতল ভূমিতে নেমে এসেছে।
উত্তর ২৪ পরগনা : আর দার্জিলিং নয়, সমতলেও মাল্টা লেবু চাষে হতে পারেন স্বনির্ভর।একসময়ে কমলা লেবু বলতে শুধু দার্জিলিংকে বোঝানো হত। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে পাহাড়ের কমলা এখন সমতল ভূমিতে নেমে এসেছে।
advertisement
2/4
তবে কমলা লেবুর পাশাপাশি এবার মালটা লেবু চাষে স্বনির্ভরতার পথ দেখতে পারেন আপনি। কমলা এবং মালটার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বসিরহাটে। বসিরহাট শহরের খুব কাছেই শুরু হয়েছে এই কমলা ও মালটাল লেবু চাষের। বাগানে গেলে দেখা যাবে গাছ ভর্তি বিভিন্ন ধরনের কমলা এবং মালটা লেবু ফলে আছে। কমলা ও বাতাবি লেবুর সংকরায়ণের ফলে সৃষ্টি মাল্টা রোগির পথ্য হিসেবে উপকারী।
তবে কমলা লেবুর পাশাপাশি এবার মালটা লেবু চাষে স্বনির্ভরতার পথ দেখতে পারেন আপনি। কমলা এবং মালটার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বসিরহাটে। বসিরহাট শহরের খুব কাছেই শুরু হয়েছে এই কমলা ও মালটাল লেবু চাষের। বাগানে গেলে দেখা যাবে গাছ ভর্তি বিভিন্ন ধরনের কমলা এবং মালটা লেবু ফলে আছে। কমলা ও বাতাবি লেবুর সংকরায়ণের ফলে সৃষ্টি মাল্টা রোগির পথ্য হিসেবে উপকারী।
advertisement
3/4
পাশাপাশি এই মাল্টায় যেমন পুষ্টিতে ভরপুর তেমনি খেতে সুস্বাদু, ও দারুণ গন্ধ।এতদিনে কমলা, মালটা, মোসাম্বি পাহাড়ে চাষ হত, তবে শুধুমাত্র পাহাড়ি শীত প্রধান অঞ্চলে নয়, মাল্টা কমলা এবার চাষ হচ্ছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর পশ্চিমপাড়া এলাকায় প্রভাতী নার্সারীতে। উদ্যোক্তা আনন্দ মন্ডল পরীক্ষামূলকভাবে লেবু চাষে ভালসাড়া পেয়েছেন। আগামীতে বৃহত্তর ও আকারে বাণিজ্যিকভাবে চাষ করবেন বলে জানিয়েছেন।
পাশাপাশি এই মাল্টায় যেমন পুষ্টিতে ভরপুর তেমনি খেতে সুস্বাদু, ও দারুণ গন্ধ।এতদিনে কমলা, মালটা, মোসাম্বি পাহাড়ে চাষ হত, তবে শুধুমাত্র পাহাড়ি শীত প্রধান অঞ্চলে নয়, মাল্টা কমলা এবার চাষ হচ্ছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর পশ্চিমপাড়া এলাকায় প্রভাতী নার্সারীতে। উদ্যোক্তা আনন্দ মন্ডল পরীক্ষামূলকভাবে লেবু চাষে ভালসাড়া পেয়েছেন। আগামীতে বৃহত্তর ও আকারে বাণিজ্যিকভাবে চাষ করবেন বলে জানিয়েছেন।
advertisement
4/4
এই জাতের কমলা ও মাল্টা গাছ থেকে প্রায় সার বছরই ফল পাওয়া যায়। আশেপাশের অনেক মানুষ তার বাগান দেখতে আসেন। আর সেই গাছে লেবুর ফলনও বেশ ভালই। শুধু ফল তৈরি নয়, এজাতের চারা গাছও বিক্রি করে বেকার যুবকদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন। Input- Julfikar Molla 
এই জাতের কমলা ও মাল্টা গাছ থেকে প্রায় সার বছরই ফল পাওয়া যায়। আশেপাশের অনেক মানুষ তার বাগান দেখতে আসেন। আর সেই গাছে লেবুর ফলনও বেশ ভালই। শুধু ফল তৈরি নয়, এজাতের চারা গাছও বিক্রি করে বেকার যুবকদের কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন। Input- Julfikar Molla
advertisement
advertisement
advertisement