Earn Money: রোজই রান্নাঘরে কাজে লাগে এই পাতা, রয়েছে ওষধি গুণও, টাকা লাগিয়ে করুন চাষ হবেন মালামাল
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Earn Money: এক সময় চাষাবাদে এটিকে নগণ্য হিসেবে ধরা হত। কৃষকরা একে লাভজনক বলেও মনে করতেন না। সময় বদলেছে, ভারতীয় কৃষকরা তেজপাতা চাষে আগ্রহী হচ্ছেন।
: ভারতের মতো কৃষিপ্রধান দেশে এখনও কৃষকরা এমন ফসলের চাষের উপর নির্ভর করেন যা তাঁদের ভাল আয়ের পথ করে দিতে পারে। গত কয়েক বছরে চাষাবাদের ধারায় ব্যাপক পরিবর্তন এসেছে। বিকল্প কষির সুযোগে কৃষকদের আয়ও বেড়েছে বেশ খানিকটা। এমন কিছু চাষাবাদ আজকাল করা হচ্ছে যাতে ভাল লাভের মুখ দেখছেন তাঁরা। এমনই একটি গাছের কথা আজ জেনে নেওয়া যাক। এই ফসল প্রতিটি রান্নাঘরে প্রয়োজন। রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই। অথচ, তার কথা আমরা প্রায় ধর্তব্যেই রাখি না।
advertisement
advertisement
বিহারের ছাপড়া জেলার কৃষকেরা ব্যাপক হারে তেজপাতা চাষ করছেন। চাহিদা বাড়ছে বলে এখন নার্সারিতেও পাওয়া যাচ্ছে চারা।কম খরচে ভাল রোজগার— ছাপড়া জেলার মাকসুদ আলম মুন্না জানান, প্রথমে তিনি পরীক্ষামূলক ভাবে একটি চারা রোপণ করেছিলেন। গাছের বৃদ্ধি ভাল হয়েছে এবং ফলনও ভাল। তাই দেখে অন্য কৃষকরাও আগ্রহ প্রকাশ করেছেন। শুধু কৃষকদের চাহিদায় তেজপাতার চারা বিক্রি করছে নার্সারি।
advertisement
advertisement
advertisement