Drawbacks Of Fixed Deposit: নিশ্চিত রিটার্ন দেখে FD-তে টাকা রাখছেন ? কিন্তু এই ৫ বিষয় খেয়াল না রাখলে পস্তাতে হবে !
- Written by:Trending Desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Drawbacks Of Fixed Deposit: FD তে বিনিয়োগ করলে রিটার্ন নিশ্চিত, কিন্তু কিছু ভুলে গেলে সেই রিটার্নও হতে পারে ক্ষতির কারণ।
আজও কোটি কোটি মানুষ এফডিকে বিনিয়োগের সেরা উপায় বলে মনে করে, কারণ এর রিটার্ন নিশ্চিত এবং অর্থ হারানোর ঝুঁকি নেই। কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন যে 'সবচেয়ে নিরাপদ' হিসেবে বিবেচিত এই এফডি আসলে বিনিয়োগের টাকার মূল্য বৃদ্ধি করছে কি না? অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে, এফডিতে মুদ্রাস্ফীতিকে হারানোর ক্ষমতা নেই। কেউ যদি কেবল নিশ্চিত রিটার্ন দেখে খুশি হন, তাহলে অপেক্ষা করা উচিত। কারণ এফডিতে টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই এর কিছু অসুবিধাও জেনে নেওয়া দরকার, যা সম্পর্কে মানুষ জানে না অথবা উপেক্ষা করে।
advertisement
কম সুদের হার -আজকের সময়ে এফডিতে যে সুদ পাওয়া যায় তা খুব বেশি নয়। বেশিরভাগ ব্যাঙ্ক এফডিতে ৬ থেকে ৮ শতাংশের মধ্যে সুদ দেয়। যদি এটি খুব বেশি হয়, তাহলে একটি ব্যাঙ্ক ৯ শতাংশ পর্যন্ত সুদ দিতে পারে। তবে মিউচুয়াল ফান্ডে এর চেয়ে অনেক ভাল সুদ পাওয়া যেতে পারে। মিউচুয়াল ফান্ডে অবশ্যই বাজারের ঝুঁকি থাকে, তবে যদি এসআইপির মাধ্যমে এতে বিনিয়োগ করা হয়, তাহলে এই ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মিউচুয়াল ফান্ডে লোকেদের ১৫ থেকে ২০ শতাংশ রিটার্ন পেতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
একই সুদ -একবার কেউ এফডি করলে পুরো মেয়াদের জন্য একই সুদ পাওয়া যাবে। এর চেয়ে এক টাকাও বেশি পাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে দীর্ঘ সময়ের জন্য এফডির ক্ষেত্রে ক্ষতি হয়। এমনকি যদি ব্যাঙ্ক এর মধ্যে সুদের হার বাড়ায়, তবুও এর সুবিধা পাওয়া যাবে না এবং এর পরে যদি সুদের উপর কর দিতে হয়, তবে আরও লোকসান হবে।
advertisement
advertisement
আমানত সম্পূর্ণ নিরাপদ নয়সাধারণত মানুষ ব্যাঙ্ক এফডিকে সম্পূর্ণ নিরাপদ বলে মনে করে এবং তাদের অর্থের একটি বড় অংশ এতে বিনিয়োগ করে। যদিও এফডিতে থাকা টাকা নিরাপদ, কিন্তু ব্যাঙ্ক খেলাপি হলে বিনিয়োগকারীর আমানতের মাত্র ৫ লাখ টাকা পর্যন্ত নিরাপদ থাকে। যদি কারও এর বেশি এফডি থাকে, তাহলে সেই ক্ষতি নিজেকেই বহন করতে হবে। কারণ ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC) ব্যাঙ্ক আমানতের উপর মাত্র ৫,০০,০০০ টাকা পর্যন্ত বিমা গ্যারান্টি দেয়।








