Currency: ভারতের ১০০ টাকায় হাতে কত 'Singapore Dollar' পাবেন? সিঙ্গাপুরের ১ ডলারের মূল্য ভারতে কমল নাকি বাড়ল? হিসেব জানলে চমকে যাবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Currency Exchange Rate: সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার (SGD)। মুদ্রাটি $ বা এস $ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। সিঙ্গাপুরের ১ টাকার মূল্য বা ১ সিঙ্গাপুর ডলারের মূল্য ভারতে ৬৭.৩৮ টাকা। অর্থাৎ ১০০ সিঙ্গাপুর ডলারের মূল্য ভারতে ৬৭৩৮.২৭ টাকা।
*সিঙ্গাপুর জনপ্রিয় পর্যটন গন্তব্য। আপনি যদি সিঙ্গাপুর ভ্রমণের পরিকল্পনা করেন, তবে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে অবশ্যই আপনার যাওয়া উচিৎ। সিঙ্গাপুরে বেরাতে গেলে ঘুরে দেখতে পারেন বোটানিক্যাল গার্ডেন, মন্দির, শপিং মল এবং রেস্তোঁরা। তবে সিঙ্গাপুর বেড়ানো কিন্তু মোটেই খুব কম খরচে হয় না, তার জন্য বেশ মোটা টাকার প্রয়োজন। জানেন কী সিঙ্গাপুরে ভারতীয় ১০০ টাকার মূল্য কত? ভারতের ১০০ টাকা নিয়ে গেলে ওখানে কত টাকা হাতে পাবেন?
advertisement
advertisement
advertisement
advertisement
*১ অগাস্ট, ২০২৫ বিনিময় হার কত? বাজার মূল্য অনুসারে, সিঙ্গাপুরের ১ টাকার মূল্য বা ১ সিঙ্গাপুর ডলারের মূল্য ভারতে ৬৭.৩৮ টাকা। অর্থাৎ ১০০ সিঙ্গাপুর ডলারের মূল্য ভারতে ৬৭৩৮.২৭ টাকা। আপনি যদি ভারতের ১০০ টাকা নিয়ে সিঙ্গাপুরে যান, তাহলে হাতে পাবেন ১.৪৮ সিঙ্গাপুর ডলার। সিঙ্গাপুর গিয়ে ১০০ সিঙ্গাপুর ডলার পেতে আপনাকে ব্যয় করতে হবে ভারতীয় ৬৭৩৮.২৭ টাকা।
advertisement
advertisement