LIC-র এই নতুন প্ল্যানে ডবল সুবিধা পাবেন গ্রাহকরা ! আপনিও হতে পারেন বিপুল লাভবান
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই পলিসিতে লাইফ কভারের পাশাপাশি কী কী সুবিধা মিলবে দেখে নিন এখানে ৷
advertisement
এটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং জীবন বিমা পলিসি। ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কেউ পলিসি কিনতে পারেন। পলিসি হোল্ডাররা আর্থিক লক্ষ্য এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ১০ থেকে ৪০ বছরের মধ্যে মেয়াদ বেছে নেওয়ার স্বাধীনতা পান। এছাড়া একক প্রিমিয়াম পেমেন্ট কিংবা নিয়মিত প্রিমিয়াম পেমেন্ট বেছে নেওয়ার নমনীয়তাও রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
জীবন কিরণ পলিসির মেয়াদ চলাকালীন পলিসিধারীর মৃত্যু হলে, মূল বিমাকৃত অর্থ, বার্ষিক প্রিমিয়ামের সাত গুণের সমান পরিমাণ বা ততক্ষণ পর্যন্ত প্রদত্ত মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশ, যেটি বেশি হয়, সেটা দেওয়া হবে। একক প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে, মনোনীতরা বেসিক সাম অ্যাসিওরড বা একক প্রিমিয়ামের ১২৫ শতাংশ, যেটি বেশি হবে তা পাবেন৷
advertisement






