Dhanteras Free Gift: আজই ধনতেরাস, এই সব দোকানে থাকছে নানা অফার, ফ্রি পাবেন সোনার কয়েন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Free gold coin: এখনও যদি না কিনে থাকেন তাহলে এই দোকানগুলিতে মেগা অফার পাবেন...
Discount Offers on Gold and Diamond: ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষ্যে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফলে সারা ভারতেই এই সময়ে সমস্ত গয়নার দোকানে সোনার কেনাকাটি প্রবল বৃদ্ধি পায়৷ একাধিক জুয়েলারি ব্র্যান্ড গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ডিসকাউন্ট অফার নিয়ে হাজির পাশাপাশি একাধিক জায়গার কেনাকাটায় নানারকম ফ্রি গিফটের অফার রয়েছে৷
advertisement
advertisement
Malabar Gold & Diamonds দীপাবলির বিশেষ উপলক্ষ্যে, এই দোকান ৩০, ০০০ টাকা পর্যন্ত সোনা কেনার জন্য বিনামূল্যে ১০০ মিলিগ্রাম সোনার কয়েন দিচ্ছে। এছাড়াও গ্রাহকরা হিরে, পোলকি এবং রত্ন খচিত পাথরের গয়নার মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড় পাচ্ছেন। SBI কার্ডধারীরা ২৫,০০০ টাকার কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন। এই সমস্ত অফার ১৯ নভেম্বর পর্যন্ত চালু থাকবে৷
advertisement
Tata এর জুয়েলারি ব্র্যান্ড Tanishq দিওয়ালির উপলক্ষ্যে সোনা ও হিরের গয়না তৈরির চার্জে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। যেখানে SBI কার্ডধারীরা ৮০,০০০ টাকার কেনাকাটায় ৪,০০০ টাকা ছাড় পাবেন৷ আপনি যদি নতুন গয়নার সঙ্গে পুরানো গয়না এক্সচেঞ্জ করেন তবে এই ধনতেরাস ও দিওয়ালির মরশুমে আপনি ১০০% পর্যন্ত মূল্য পাবেন। এই সমস্ত অফার ১২ নভেম্বর পর্যন্ত বৈধ।
advertisement
advertisement
advertisement