মাত্র ৩ বছরের জন্য করুন ফিক্সড ডিপোজিট, পেয়ে যাবেন ৭% বেশি সুদ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ফিক্সড ডিপোজিট থেকেই নিজের সঞ্চয় করেন তাহলে হাতে আর একদিন, উঠিয়ে নিন এই সুবিধা...
#কলকাতা: নিজের সঞ্চয় ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করানোর কথা ভাবছেন৷ ব্যাঙ্ক এফডি (Bank FDs) প্ল্যান করেন তাহলে এই এফডি-র খবর আপনার জন্য সুবিধাজনক হতে পারে৷ ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে হলে সেটাকে সবসময় সুরক্ষিত অপশনও হতে পারে৷ ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ দিন থেকে ১০ বছর অবধি ব্যাঙ্ক এফডি করা যায়৷ Photo-File
advertisement
advertisement
advertisement
দেশের বিভিন্ন ব্যাঙ্ক ৬.২৫ শতাংশ সুদ দেয়৷ ডিসিবি ব্যাঙ্কের এই অফার গ্রাহকদের জন্য ৩ বছরে ৭.১১ শতাংশ সুদ দিচ্ছে৷ বিশেষ খবর এই ফায়দা অনলাইনেও হতে পারে৷ ব্যাঙ্কে গিয়েও এর জন্য আপনাকে কোনও লাইনে দাঁড়াতে হবে না৷ যদি এই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট না থাকলেও তাহলেও ফিক্সড ডিপোজিট খোলা যাবে৷ তাহলে আপনি ফায়দা নিতে পারবেন৷ Photo-File
advertisement
advertisement