Daughter to claim Father's Properties: এই বিশেষ ক্ষেত্রে প্রয়াত বাবার সম্পত্তি পাবেন না মেয়েরা! তবে যদি...জানুন আদালতের রায়!

Last Updated:
Daughter to claim Father's Properties:এই রায় সাম্প্রতিক এক মামলায় প্রাসঙ্গিক আলোচনায় উঠে এসেছে৷ ছত্তীসগড়ের সুরগুজা জেলার বাসিন্দা ছিলেন জনৈক প্রয়াত সুধীন৷ তাঁর কন্যা রাগমনিয়া বাবার সম্পত্তি দাবি করে ইদানীং আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷
1/7
এক বিশেষ ক্ষেত্রে কন্যাসন্তান তাঁর বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবেন না৷ এই মর্মে সম্প্রতি রায় দিয়েছে ছত্তীসগড় হাই কোর্ট৷ সেখানেই স্পষ্ট করে জানানো হয়েছে এরকমই একটি বিশেষ ক্ষেত্র৷
এক বিশেষ ক্ষেত্রে কন্যাসন্তান তাঁর বাবার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাবেন না৷ এই মর্মে সম্প্রতি রায় দিয়েছে ছত্তীসগড় হাই কোর্ট৷ সেখানেই স্পষ্ট করে জানানো হয়েছে এরকমই একটি বিশেষ ক্ষেত্র৷
advertisement
2/7
হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ বলবৎ হওয়ার আগে যদি পিতার মৃত্যু হয়, তাহলে সে ক্ষেত্রে তাঁর কন্যাসন্তান কোনও সম্পত্তি পাবেন না পুত্রসন্তানের বর্তমানে৷ যদি পুত্রসন্তান না থাকেন তাহলে বাবার সম্পত্তি কন্যা উত্তরাধিকার সূত্রে পাবেন৷ নয়তো পাবেন না৷
হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ বলবৎ হওয়ার আগে যদি পিতার মৃত্যু হয়, তাহলে সে ক্ষেত্রে তাঁর কন্যাসন্তান কোনও সম্পত্তি পাবেন না পুত্রসন্তানের বর্তমানে৷ যদি পুত্রসন্তান না থাকেন তাহলে বাবার সম্পত্তি কন্যা উত্তরাধিকার সূত্রে পাবেন৷ নয়তো পাবেন না৷
advertisement
3/7
কেন এই নিয়ম? কারণ হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ বলবৎ হওয়ার আগে জারি ছিল মিতাক্ষরা আইন৷ সেই আইন মোতাবেক শুধুমাত্র পুত্রসন্তানই পিতার সব সম্পত্তির আইনত উত্তরাধিকারী৷
কেন এই নিয়ম? কারণ হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ বলবৎ হওয়ার আগে জারি ছিল মিতাক্ষরা আইন৷ সেই আইন মোতাবেক শুধুমাত্র পুত্রসন্তানই পিতার সব সম্পত্তির আইনত উত্তরাধিকারী৷
advertisement
4/7
এই রায় সাম্প্রতিক এক মামলায় প্রাসঙ্গিক আলোচনায় উঠে এসেছে৷ ছত্তীসগড়ের সুরগুজা জেলার বাসিন্দা ছিলেন জনৈক প্রয়াত সুধীন৷ তাঁর কন্যা রাগমনিয়া বাবার সম্পত্তি দাবি করে ইদানীং আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷
এই রায় সাম্প্রতিক এক মামলায় প্রাসঙ্গিক আলোচনায় উঠে এসেছে৷ ছত্তীসগড়ের সুরগুজা জেলার বাসিন্দা ছিলেন জনৈক প্রয়াত সুধীন৷ তাঁর কন্যা রাগমনিয়া বাবার সম্পত্তি দাবি করে ইদানীং আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷
advertisement
5/7
কিন্তু দেখা যায় সুধীন প্রয়াত হন ১৯৫০-৫১ সালে৷ হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ বলবৎ হওয়ার বেশ কিছু বছর আগে৷ তাই সে সময় বলবৎ থাকা মিতাক্ষরা আইন অনুযায়ী প্রয়াত সুধীনের সম্পত্তি দাবি করতে পারবেন না তাঁর কন্যা রাগমনিয়া৷ কারণ সুধীনের পুত্রসন্তান বর্তমান৷
কিন্তু দেখা যায় সুধীন প্রয়াত হন ১৯৫০-৫১ সালে৷ হিন্দু উত্তরাধিকার আইন ১৯৫৬ বলবৎ হওয়ার বেশ কিছু বছর আগে৷ তাই সে সময় বলবৎ থাকা মিতাক্ষরা আইন অনুযায়ী প্রয়াত সুধীনের সম্পত্তি দাবি করতে পারবেন না তাঁর কন্যা রাগমনিয়া৷ কারণ সুধীনের পুত্রসন্তান বর্তমান৷
advertisement
6/7
১৯৫৬ সালের আগে, হিন্দুদের মধ্যে উত্তরাধিকার মূলত দুটি ঐতিহ্যবাহী ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হত - মিতাক্ষরা এবং দায়ভাগ আইনশাস্ত্র। মিতাক্ষরার অধীনে, যা ভারতের বেশিরভাগ অংশ জুড়ে প্রচলিত ছিল, সম্পত্তির মালিকানা সাধারণত পিতৃতান্ত্রিক ছিল, যেখানে পুত্ররা জন্ম থেকেই পিতার সহ-অধিকারের অধিকার ভোগ করত। কোনও পুরুষ উত্তরাধিকারী না থাকলে কন্যাদের উত্তরাধিকারী করা হত।
১৯৫৬ সালের আগে, হিন্দুদের মধ্যে উত্তরাধিকার মূলত দুটি ঐতিহ্যবাহী ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হত - মিতাক্ষরা এবং দায়ভাগ আইনশাস্ত্র। মিতাক্ষরার অধীনে, যা ভারতের বেশিরভাগ অংশ জুড়ে প্রচলিত ছিল, সম্পত্তির মালিকানা সাধারণত পিতৃতান্ত্রিক ছিল, যেখানে পুত্ররা জন্ম থেকেই পিতার সহ-অধিকারের অধিকার ভোগ করত। কোনও পুরুষ উত্তরাধিকারী না থাকলে কন্যাদের উত্তরাধিকারী করা হত।
advertisement
7/7
১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন উত্তরাধিকারের অধিকারকে সংহিতাবদ্ধ করে এই কাঠামো পরিবর্তন করে এবং কয়েক দশক পরে, ২০০৫ সালে সংশোধন করা হয় যাতে কন্যাদের পুত্রের মতো সমান সহ-অধিকার প্রদান করা হয়। যাইহোক, আদালত বারবার বলেছে যে ১৯৫৬ সালের আগের মিতাক্ষরা আইন সেক্ষেত্রেই প্রযোজ্য, যেখানে যে পিতার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মামলা উঠেছে, তাঁর মৃত্যু হয়েছে ১৯৫৬ সালের নতুন আইন লাগু হওয়ার আগেই৷
১৯৫৬ সালের হিন্দু উত্তরাধিকার আইন উত্তরাধিকারের অধিকারকে সংহিতাবদ্ধ করে এই কাঠামো পরিবর্তন করে এবং কয়েক দশক পরে, ২০০৫ সালে সংশোধন করা হয় যাতে কন্যাদের পুত্রের মতো সমান সহ-অধিকার প্রদান করা হয়। যাইহোক, আদালত বারবার বলেছে যে ১৯৫৬ সালের আগের মিতাক্ষরা আইন সেক্ষেত্রেই প্রযোজ্য, যেখানে যে পিতার সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মামলা উঠেছে, তাঁর মৃত্যু হয়েছে ১৯৫৬ সালের নতুন আইন লাগু হওয়ার আগেই৷
advertisement
advertisement
advertisement