Coronavirus in India| করোনা আক্রান্ত হলে হেল্থ ইন্সিওরেন্স! প্রিমিয়াম কত? জেনে নিন...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ডিজিট-এর বক্তব্য, দুটি শর্তে বিমার অর্থ দাবি করা যাবে৷ যদি করোনা আক্রান্ত ব্যক্তি কোনও সরকারি হাসপাতাল বা মিলিটারি হাসপাতালে অন্তত ১৪ দিন কোয়ান্টারান্ড থাকেন৷ একইসঙ্গে করোনা ভাইরাসের চিকিত্সা শুরু হয়েছে এমন সার্টিফিকেট কোনও সরকারি মেডিক্যাল অফিসার লিখে দেন৷
advertisement
জেনারেল ইন্সিওরেন্স কোম্পানি ডিজিট একটি হেল্থ ইন্সিওরেন্স শুরু করল৷ যা করোনা আক্রান্ত রোগীর চিকিত্সার খরচ বহন করবে৷ ওই ইন্সিওরেন্স কোম্পানির সাইটে বলা হচ্ছে, আপাতত ২৫ হাজার, ৫০ হাজার, ১ লক্ষ, ১ লক্ষ ২৫ হাজার, ১ লক্ষ ৫০ হাজার, ১ লক্ষ ৭৫ হাজার ও ২ লক্ষ টাকার সাম অ্যাসিওরড মিলবে৷ ৬০ বছরের নীচে যে কোনও বয়সের ব্যক্তিই বিমা করতে পারবেন৷
advertisement
advertisement
advertisement
কত টাকা প্রিমিয়াম? প্রথমে ১ বছরের ইন্সসিওরেন্স কভারের জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে৷ ২৫ হাজার টাকার হেল্থ ইন্সসিওরেন্সের জন্য প্রিমিয়াম পড়বে ২৫৩ টাকা৷ ৫০ হাজার টাকার বিমার জন্য প্রিমিয়াম হবে ৫০৭ টাকা৷ ৭৫ হাজার টাকার বিমায় প্রিমিয়াম ৭৬০ টাকা৷ ১ লক্ষ টাকার জন্য ১ হাজার ১৪ টাকা, ১ লক্ষ ২৫ হাজার টাকার বিমার জন্য ১ হাজার ২৬৭ টাকা, দেড় লক্ষ টাকার বিমার জন্য ১ হাজার ৫২০ টাকা, ১ লক্ষ ৭৫ হাজার টাকার বিমায় প্রিমিয়াম ১ হাজার ৭৭৪ টাকা ও ২ লক্ষ টাকার কভারের জন্য ২ হাজার ৩৭ টাকা প্রিমিয়াম দিতে হবে৷
advertisement