MNCs First Product: মাছ বেচত Samsung, টয়লেট পেপার বেচত Nokia, জানুন কী ছিল নামজাদা কোম্পানির প্রথম প্রোডাক্ট

Last Updated:
এখন সারা বিশ্বজুড়েই এই সংস্থাগুলির নামডাক। এক নামে চেনে যে কেউ। কিন্তু, এই বড় বড় MNC-র প্রথম প্রোডাক্ট কী ছিল? সেগুলো জানেন কি?
1/6
প্রতিটি জিনিসেরই একটা প্রথম থাকে। শুরু কিছু। কোনও একটা ছোট্ট পদক্ষেপেই শুরু হয় পথচলা। তারপ ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া একদিন। কিন্তু, ওই যে, ওই শুরু হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এই প্রতিবেদনে আমরা বলব দুনিয়ার বড় কিছু MNC-র প্রথম প্রোডাক্টের নাম। যা দেখে চমকে যেতে পারেন আপনি। (News18)
প্রতিটি জিনিসেরই একটা প্রথম থাকে। শুরু কিছু। কোনও একটা ছোট্ট পদক্ষেপেই শুরু হয় পথচলা। তারপ ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া একদিন। কিন্তু, ওই যে, ওই শুরু হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। এই প্রতিবেদনে আমরা বলব দুনিয়ার বড় কিছু MNC-র প্রথম প্রোডাক্টের নাম। যা দেখে চমকে যেতে পারেন আপনি। (News18)
advertisement
2/6
Samsung প্রথম মাছ এবং ফল বেচার মাধ্যমে ব্যবসা শুরু করে, Sony র প্রথম প্রোডাক্ট ছিল রাইস কুকার।
Samsung প্রথম মাছ এবং ফল বেচার মাধ্যমে ব্যবসা শুরু করে, Sony র প্রথম প্রোডাক্ট ছিল রাইস কুকার।
advertisement
3/6
Nokia বিক্রি করত টয়লেট পেপার, Colgate বানাতো মোমবাতি
Nokia বিক্রি করত টয়লেট পেপার, Colgate বানাতো মোমবাতি
advertisement
4/6
Lego-র প্রথম প্রোডাক্ট ছিল কাঠের খেলনা, Ikea বিক্রি করত প্লাস্টিকের পেন
Lego-র প্রথম প্রোডাক্ট ছিল কাঠের খেলনা, Ikea বিক্রি করত প্লাস্টিকের পেন
advertisement
5/6
Nintendoর প্রথম প্রোডাক্ট ছিল খেলার তাস, Dupont বানাত গান পাউডার
Nintendoর প্রথম প্রোডাক্ট ছিল খেলার তাস, Dupont বানাত গান পাউডার
advertisement
6/6
Wrigley-র প্রথম প্রোডাক্ট ছিল সাবান, Hasbro মূলত বস্ত্র ব্যবসা দিয়েই তাদের পথ চলা শুরু করেছিল।
Wrigley-র প্রথম প্রোডাক্ট ছিল সাবান, Hasbro মূলত বস্ত্র ব্যবসা দিয়েই তাদের পথ চলা শুরু করেছিল।
advertisement
advertisement
advertisement