Cheque Book Rules: কখন চেকের পিছনেও সই করতে হয়? জেনে নিন আসল কারণ
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Cheque Book Rules: কখনও কখনও চেকের পিছনেও সই করার দরকার পড়ে। কেন এবং কীরকম পরিস্থিতিতে তা প্রয়োজন হয়, সেটা এবার জেনে নেওয়া যাক।
চেক যে সই করে দিতে হয়, সে আমরা সবাই জানি। টাকা লেনদেনের এ এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে, কাউকে টাকা না দিলেও অনেক সময়ে চেকে সই করতে হয়। একে বলা হয় ক্যানসেলড চেক। এক্ষেত্রে চেক জুড়ে দুটো বড় বড় দাগ কেটে তার মাঝে ইংরেজিতে ক্যানসেলড লিখে দিতে হয়। এই ধরনের চেক সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করার জন্য দরকার হয়। যদিও, শুধু সামনের দিক নয়, কখনও কখনও চেকের পিছনেও সই করার দরকার পড়ে। কেন এবং কীরকম পরিস্থিতিতে তা প্রয়োজন হয়, সেটা এবার জেনে নেওয়া যাক।
advertisement
যে সব ক্ষেত্রে চেকের পিছনে সই করার দরকার হয়, তার মধ্যে সবার প্রথমে আসবে বিয়ারার চেকের প্রসঙ্গ। মানে, এক্ষেত্রে কেউ একজন চেক সই করে দিয়েছেন অন্য কাউকে টাকা দেওয়ার জন্য, চেকে যিনি টাকা পাবেন তাঁর নাম আছে। সেই চেক নিয়ে ব্যাঙ্কে গেলে টাকা তোলার আগে পিছনে সই করে দিতে হয়। যিনি চেক নিয়ে টাকা তুলতে এসেছেন, তিনি যে ওটা কোথাও কুড়িয়ে পাননি, সেটা নিশ্চিত করার জন্যই ব্যাঙ্ক পিছনে সই করিয়ে নেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







