অশোধিত তেলের দামে পতন দেখা গেলেও বৃহস্পতিবার সকালে সরকারি তেল সংস্থাগুলি একাধিক রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price Today) বাড়িয়ে দিয়েছে ৷ এদিন সকালে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও মহারাষ্ট্রের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গিয়েছে ৷ মহারাষ্ট্রে পেট্রোলের দাম ১.৩০ টাকা বেড়েছে প্রতি লিটারে ৷ অবশ্য, দিল্লি-মুম্বই-সহ দেশের অন্যান্য মহানগরে তেলের দামে কোনও বদল করা হয়নি ৷
সরকারি তেল সংস্থাগুলি জানিয়ে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-তে পেট্রোলের দাম ১৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৬.৪৭ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ১৩ পয়সা বেড়ে লিটারপ্রতি ৮৯.৬৬ টাকা হয়েছে ৷ ফরিদাবাদে এদিন পেট্রোল ২৭ পয়সা বেড়ে লিটারপ্রতি ৯৭.৪৯ টাকা হয়েছে ৷ ডিজেল ২৬ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯০.৩৫ টাকা হয়েছে ৷ মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে পেট্রোলের দাম ১.৩০ টাকা বেড়ে প্রতি লিটারে ১০৮ টাকা হয়েছে ৷ ডিজেল ২.৭৬ টাকা বেড়ে প্রতি লিটারে ৯৫.৯৬ টাকা হয়েছে ৷