Petrol-diesel Price: একাধিক শহরে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-
সোমবার আন্তর্জাতিক বাজারে সামান্য বেড়েছে অশোধিত তেলের দাম ৷ WTI ক্রুড এদিন ০.৪৬ ডলার (০.৬০ শতাংশ) বেড়ে ৭৭.১৪ ডলার প্রতি ব্যারেল হিসেবে বিক্রি হচ্ছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম ০.৪৩ ডলার (০.৫১ শতাংশ) বেড়ে প্রতি ব্যারেলে ৮৩.২০ ডলার হয়ে গিয়েছে ৷ চলতি বছরে খুব একটা দাম বাড়েনি অশোধিত তেলের ৷ দেশের তেল সংস্থাগুলি প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷
advertisement
এদিন দেশের একাধিক রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামে কোন বদল দেখা যায়নি ৷ তবে উত্তরপ্রদেশে পেট্রোলের দাম ৩৩ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৬.৬৩ টাকা, ডিজেল ৮৯.৮০ টাকা হয়েছে ৷ পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ৪৪ পয়সা বেড়ে ১০৭.২৬ টাকা এবং ডিজেল ৪১ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৩.৯০ টাকা হয়েছে ৷ হরিয়ানায় পেট্রোল ও ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে গিয়েছে ৷ হিমাচল প্রদেশে পেট্রোলেপ দাম ৬৩ পয়সা কমে লিটারপ্রতি ৯৫.০৭ টাকা হয়েছে ৷ ডিজেল ৫৭ পয়সা কমে প্রতি লিটারে ৮৪.৩৮ টাকা হয়েছে ৷ তবে মহানগরগুলিতে স্থির রয়েছে জ্বালানির দাম ৷
advertisement
advertisement