

মঙ্গলবারও সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ এই নিয়ে তিনদিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ গত কয়েকদিনে হু হু করে বেড়েছে তেলের দাম ৷ বেশ কিছু শহরে প্রায় ১০০ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ কলকাতাতেও ৯২ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ স্বাভাবিক ভাবেই এর জেরে অন্যান্য জিনিসের দামও প্রায় আকাশছোঁয়া হয়ে গিয়েছে ৷ করোনার জেরে গত বছর থেকে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার উপর জ্বালানির এভাবে দাম বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই বেশ অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ ৷


এর আগে শনিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়েছিল ২৪ পয়সা প্রতি লিটারে ৷ ডিজেল বেড়েছিল ১৫ পয়সা ৷ এর জেরে রাজধানীতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৯১.১৭ টাকা, ডিজেল ৮১.৪৭ ৷ এই সময় প্রায় প্রত্যেক শহরেই পেট্রোল ও ডিজেলের দাম অল টাইম হাই রেটে পৌঁছে গিয়েছে ৷ সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের একবার বেড়েছে ৷


ফেব্রুয়ারি মাসে পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছে ১৪ দিন ৷ এই ১৪ দিনে পেট্রোলের দাম প্রায় ০৩.৮৭ টাকা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোল ৯৭.৫৭ টাকা হয়ে গিয়েছে, যা মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি ৷


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷


দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামনয়াদিল্লি- পেট্রোল ৯১.১৭ টাকা, ডিজেল ৮১.৪৭ টাকামু্ম্বই- পেট্রোল ৯৭.৫৭ টাকা, ডিজেল ৮৮.৬০ টাকাকলকাতা- পেট্রোল ৯১.৩৫ টাকা, ডিজেল ৮৪.৩৫ টাকাচেন্নাই- পেট্রোল ৯৩.১১ টাকা, ডিজেল ৮৬.৪৫ টাকানয়ডা- পেট্রোল ৮৯.৩৮ টাকা, ডিজেল ৮১.৯১ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৯৪.২২ টাকা, ডিজেল ৮৬.৩৭ টাকাভোপাল- পেট্রোল ৯৯.২১ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকাচন্ডীগড়- পেট্রোল ৮৭.৭৩ টাকা, ডিজেল ৮১.১৭ টাকাপটনা- পেট্রোল ৯৩.৪৮ টাকা, ডিজেল ৮৬.৭৩ টাকালখনউ- পেট্রোল ৮৯.৩১ টাকা, ডিজেল ৮১,৮৫ টাকা