দেখে নিন আজকের পেট্রোল ও ডিজেলের দাম ! কলকাতায় কত ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থগুলি ৷
সোমবারের পর এই সপ্তাহে তেলের দাম বৃদ্ধি করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ সোমবারের আগে অবশ্য একাধিক বার দাম বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের ৷ এর জেরে বেশ কিছু শহরে তেলের দাম প্রায় ৯০ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷ এদিন রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮৩.৭১ টাকা, ডিজেলের দাম ৭৩.৮৭ টাকায় স্থির রয়েছে ৷ ২০ নভেম্বর থেকে ১৫ বার দাম বদল করা হয়েছে পেট্রোলের ৷ ২০ নভেম্বর থেকে পেট্রোলের দাম প্রায় ২.৫৫ পয়সা প্রতি লিটারে দাম বেড়েছে ৷ আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে অপরিশোধিত তেলের ৷ WTI ক্রুড অয়েলের দাম ০.৪৪ শতাংশ বেড়ে ৪৫.৭২ ডলার হয়ে গিয়েছে৷ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৪১ শতাংশ বেড়ে ৪৯.০৬ ডলার প্রতি ব্যারেল হয়েছে৷
advertisement
দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম- দিল্লি- পেট্রোল ৮৩.৭১ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকা, মুম্বই- পেট্রোল ৯০.৩৪ টাকা, ডিজেল ৮০.৫১ টাকা, কলকাতা- পেট্রোল ৮৫.১৯ টাকা, ডিজেল ৭৭.৪৪ টাকা, চেন্নাই- পেট্রোল ৮৬.৫১ টাকা, ডিজেল ৭৯.২১ টাকা নয়ডা- পেট্রোল ৮৩.৬৭ টাকা, ডিজেল ৭৪.২৯ টাকা লখনউ- পেট্রোল ৮৩.৫৯ টাকা, ডিজেল ৭৪.২১ টাকা পটনা- পেট্রোল ৮৬.২৫ টাকা, ডিজেল ৭৯.০৪ টাকা চন্ডীগড়- পেট্রোল ৮০.৫৯ টাকা, ডিজেল ৭৩.৬১ টাকা
advertisement
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে ডিলার কমিশন, এক্সাইজ ডিউটি ও অন্যান্য চার্জ যু্ক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয়ে পেট্রোল ও ডিজেলের দাম ৷
advertisement