সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস-এর তরফে ট্যুইট করে দাবি করা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে ক্রেতারা অনেকটাই স্বস্তি পাবেন৷ কারণ অপরিশোধিকত েতলের উপরে আমদানি শুল্ক এবং কৃষি সেসে প্রত্যাহার করায় বাজারে সয়াবিন এবং সূর্যমুখী তেলের দাম বেশ কিছুটা কমবে৷