

করোনা ভাইরাসের জেরে যে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে তাতে ব্যাঙ্কগুলিও সুদের হার কমিয়ে দিয়েছে ৷ গত কয়েকমাসে একাধিকবার সুদের হার কমানো হয়েছে ব্যাঙ্কেগুলির তরফে ৷ তবে সম্প্রতি গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির কানাড়া ব্যাঙ্ক ৷ এফডি-তে সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হয়েছে কানাড়া ব্যাঙ্কের তরফে ৷


ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে কমপক্ষে ২ বছরের ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার ০.২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কানাড়া ব্যাঙ্কের তরফে বৃহস্পতিবার একটি বয়ানে জানানো হয়েছে,‘এই বৃদ্ধির পর কমপক্ষে ২ বছর থেকে এবং ৩ বছরের কম ম্যাচিউরিটি পিরিয়ডের এফডি-তে সুদের হার ৫.৪ শতাংশ করা হয়েছে যা আগে ৫.২ শতাংশ ছিল ৷’


এছাড়া ৩ থেকে ১০ বছরের ম্যাচিউরিটি পিরিয়ডের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৩ শতাংশ থেকে বেড়ে ৫.৫ শতাংশ করা হয়েছে ৷ বয়ানে বলা হয়েছে নতুন দর নতুন দর ২৭ নভেম্বর থেকে লাগু করা হবে ৷ এর জেরে এবার থেকে ২ থেকে ১০ বছরের এফডি-তে কানাড়া ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ৷


অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক সবচেয়ে কম সময়ের জন্য এফডি-তে দিচ্ছে ২.৯ শতাংশ সুদ ৷ আর ১০ বছরের এফডি-তে দিচ্ছে ৫.৪ শতাংশ সুদ ৷ দেখে নিন স্টেট ব্যাঙ্কের এফডি-র সুদের হার -7 days to 45 days - 2.9%46 days to 179 days - 3.9%180 days to 210 days - 4.4%211 days to less than 1 year - 4.4%1 year to less than 2 years - 4.9%2 years to less than 3 years - 5.1%3 years to less than 5 years - 5.3%5 years and up to 10 years - 5.4%